
ঘরের মাঠে হংকংয়ের কাছে শেষ মুহূর্তের হৃদয় ভাঙ্গা পরাজয়ে মাঠেই অশ্রুসিক্ত নয়নে বসেছিলেন হামজা চৌধুরী। দেশের ইতিহাসে সেরা তারকা ফুটবলারের এমন দৃশ্য নাড়া দিয়েছিল সকলের মনে। তবে এবার হাসি ফুটল হামজার মুখে। তাও আবার সেই হংকংয়ের মাটিতেই তাদের রুখে দিয়ে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার পর।
হংকংয়ের মাটিতে আজ মঙ্গলবার এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল হজমের পর পিছিয়ে পড়া ম্যাচে শেষ শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। দুর্দান্ত লড়াই করা ম্যাচের প্রতিপক্ষর মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে বাংলাদেশ।
আর এমন জয়ের পর পুনরায় হাসি ফুটেছে হামজা চৌধুরীর মুখে। হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে ম্যাচ শেষে হামজা বলেন, ‘অবশ্যই এটা একটা টপ লেভেলের মাঠ। এই অঞ্চলের অন্যতম সেরা স্টেডিয়াম বলা চলে। বিশেষ করে এশিয়ান ফুটবল দেশ হিসেবে আমরা সবাই উন্নতি করতে চাই। ম্যাচটা উপভোগ করার জন্য মাঠে আসা হংকংয়ের দর্শকদের ধন্যবাদ। বিশেষ করে বাংলাদেশি দর্শক যারা ট্রাভেল করে এসেছেন তাদের জন্য কৃতজ্ঞতা।’
এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় পয়েন্ট পেল বাংলাদেশ। এর আগে ভারতকে তাদের ঘরের মাঠে রুখে দিয়ে এক পয়েন্ট আদায় করেছিল হামজারা। তবে এরপর সিঙ্গাপুর ও হংকংয়ে বিপক্ষে ঘরের মাঠে টানা দুই ম্যাচে পরাজয় বরণ করে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে টুর্নামেন্টের মূল আসরে খেলা বাংলাদেশের জন্য অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে।
জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলে আজ শেষ পর্যন্ত তা পূরণ করতে পারেনি হামজা-জামালরা। তবে ম্যাচের শুরু থেকেই অসাধারণ ফুটবল উপহার দিয়েছে সফরকারী বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের পরবর্তী দুই ম্যাচে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৫/এফএএস
