Connect with us
ফুটবল

বৃথা গেল হামজার জোড়া গোল, শেষ মুহূর্তে জয় হাতছাড়া বাংলাদেশের

Hamza's brace went in vain as Bangladesh missed victory in the final moments.
হামজার জোড়া গোলের পরও ড্র করেছে বাংলাদেশ। ছবি- বাফুফে

আরও একবার হতাশ করলো বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে হংকং ম্যাচের পুনরাবৃত্তি করল জামালরা। সেই ম্যাচে শেষ মুহূর্তে গোল করে জয় ছিনিয়ে নিয়েছিল হংকং। এবার নেপাল শেষ মুহুর্তে গোল করে বাংলাদেশের জয় কেড়ে নিয়েছে। অতিরিক্ত সময়ে গোল হজম করে সমর্থকদের এক হতাশাজনক ড্র উপহার দিল লাল-সবুজের দল। 

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নেপালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথমার্ধে পিছিয়ে পড়ার বাংলাদেশকে নতুন করে পথ দেখান হামজা। চার মিনিটের মধ্যে জোড়া গোল করে দলকে লিড এনে দেন এই তারকা। তবে শেষের দিকের ভুলে হতাশা নিয়েই মাঠ ছাড়তদ হলো বাংলাদেশকে। ফলে বৃথা গেল হামজার জোড়া গোল।

জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের কাছে। শুরুতে কিছু ছোট ছোট সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেগুলোকে গোলে রূপান্তর করতে পারলে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। তবে প্রতিবার বাধা হয়ে দাঁড়ান নেপালের গোলরক্ষক। গোলের আশায় উল্টো গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ২৯তম মিনিটে রোহিত চাঁদের গোলে এগিয়ে যায় নেপাল। প্রথমার্ধের বাকি সময়ে আর সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।



দ্বিতীয়ার্ধের শুরুতেই জুনিয়র সোহেলকে তুলে শমিত সোমকে মাঠে নামান হাভিয়ের কাবরেরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই হামজার চার মিনিটের ম্যাজিকে বদলে যায় ম্যাচের দৃশ্যপট। ম্যাচের ৪৬তম মিনিটে বাই-সাইকেল কিকে দুর্দান্ত এক গোল করে দলকে সমতায় ফেরান হামজা। জামাল ভূঁইয়ার পাস থেকে অসাধারণ গোলটি করেন এই তারকা।

এর তিনি মিনিট পরেই রাকিব বক্সের মধ্যে ফাউলের শিকার হন। তাতে পেনাল্টি পেয়ে যায় বাংলাদেশ। এরপর স্পট কিক থেকে অসাধারণ এক গোল করেন হামজা। তার পানেনকা শটে পুরোপুরি পরাস্ত হন নেপালের গোলরক্ষক। ২-১ গোলে লিড নেয় লাল-সবুজের দল।

তবে এরপরেই বাধে বিপত্তি। চোট হানা দেয় বাংলাদেশ দলে। চোটে পড়ে একে একে মাঠ ছাড়েন জায়ান ও হামজা। বিশেষ করে হামজা ওঠার পরেই নেপালের আক্রমণে ধার বাড়ে। এরপর একের পর এক আক্রমণ চালাতে থাকে সফরকারী। তবে নির্ধারিত সময়ের মধ্যে সফল হতে পারেনি তারা।

৯০ মিনিটের খেলা শেষে ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। বেশি সময় দেওয়ায় সঙ্গে সঙ্গে ডাগআউট প্রতিবাদ জানিয়েছিল হামজা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে গোল হজম করে বাংলাদেশ। আর সেখানেই থমকে যায় জয়ের আশা। শেষ সময়ে দ্রুত আক্রমণে যাওয়ার চেষ্টা করে সফল হয়নি বাংলাদেশ। তাতে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যদের।

ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল