Connect with us
ফুটবল

বিশ্বকাপের আগে হামজাদের টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ

Bangladesh Football Team
বাংলাদেশ ফুটবল দল। ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আগামী ১১ জুন থেকে শুরু হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই জমজমাট টুর্নামেন্ট। বিশ্বকাপের আগে ১-৯ জুন ফিফা উইন্ডো রয়েছে। সেই উইন্ডো মূলত বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া দলগুলোর দল গোছানো ও প্রস্তুতির জন্য। বিশ্বকাপের বাইরে থাকা দলগুলোও ঐ সময়  র‌্যাঙ্কিং বৃদ্ধির জন্য ম্যাচ বা টুর্নামেন্ট খেলবে।

নিজেদের ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি চার জাতির টুর্নামেন্ট করতে চায় মালদ্বীপ। সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মালদ্বীপ সফরে গিয়েছিলেন, তখন উন্মোচন করা হয় চার জাতির এই টুর্নামেন্টের লোগো। ২০০০ সালে মালদ্বীপ ফুটবল সংস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষেও টুর্নামেন্ট হয়েছিল। সেই টুর্নামেন্টেও বাংলাদেশ অংশগ্রহণ করেছিল।

সাফের দেশগুলোকে নিয়েই চার জাতির এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় মালদ্বীপ। তাদের চাওয়া সাফের দেশগুলোকে নিয়েই নিজেদের ফুটবলের ৭৫ বছর পূর্তি উৎপাদন করা। ইতোমধ্যে শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে খেলার সম্মতি দিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আজ মালদ্বীপ থেকে টুর্নামেন্টের আমন্ত্রণ পেয়েছে। কয়েকদিনের মধ্যে জাতীয় দল কমিটি কিংবা বাফুফে সভাপতি তাবিথ আউয়াল মালদ্বীপের আমন্ত্রণের ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।



আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ঐ ম্যাচের আগে মালয়েশিয়া, থাইল্যান্ডে একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে ফেডারেশন। অ্যাওয়ে ম্যাচের পরিকল্পনায় সফল না হলে হোম ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে বাফুফের। জুনে ফিফা উইন্ডো থাকায় হামজা-সামিতকে নিয়েই বাংলাদেশ খেলতে পারবে। ফিফা উইন্ডোতে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য।

ক্রিফোস্পোর্টস/৫জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল