Connect with us
ফুটবল

বাছাইপর্বের ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে হামজারা

Bangladesh Football Team
বাংলাদেশ ফুটবল দল। ছবি: সংগৃহীত

আগামী ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইয়ের ম্যাচের আগে প্রীতি ম্যাচ খেলতে তিনটি দেশের সঙ্গে যোগাযোগ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শেষ পর্যন্ত প্রীতি ম্যাচে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ হতে যাচ্ছে ভিয়েতনাম। 

বাফুফের ঘোষণা অনুযায়ী সিলেটে প্রীতি ম্যাচ খেলে ২৮ মার্চ দল সিঙ্গাপুর যাবে। তবে বাফুফের সেই সূচিতে আসতে চলছে পরিবর্তন। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি হবে অ্যাওয়ে ম্যাচ। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে তাদের মাঠে খেলতে নামতে পারে বাংলাদেশ বাংলাদেশ।

তাই নির্ধারিত সময়সূচির আগেই ঢাকা ছাড়তে হবে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের। সবকিছু ঠিকঠাক থাকলে ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ খেলে সিঙ্গাপুর যাবে কাবরেরার দল। সেক্ষেত্রে হামজা, সোমিত সোম, ফাহামিদুলসহ বিদেশে অবস্থানরত ফুটবলাররা সরাসরি ভিয়েতনামে যোগ দিতে পারেন দলের সঙ্গে। তবে জাতীয় দলের নতুন এই সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বাফুফে।



গতবছরের ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু করেছিল হামজা-সোমিতরা। এ পর্যন্ত বাছাইপর্বে ৫ ম্যাচ খেলে কেবল এক ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে হোম ম্যাচ একমাত্র জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধীরা। এক জয়ের পাশাপাশি দুটি ড্রও করেছে জামাল ভূঁইয়ার দল। ভারত ও হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দুটিতে ড্র করেছে লাল বাংলাদেশ। এখন পর্যন্ত ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তিনে অবস্থান করছে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ফুটবল