
হামজা চৌধুরী যেন বিশ্বাসই করতে পারছেন না ঘরের মাঠে হংকং ম্যাচ থেকে কোনও পয়েন্ট আদায় করতে পারেননি তারা। শেষ মুহূর্তের গোলে হৃদয় ভেঙেছে বাংলাদেশের। আশা জাগালেও রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ গোলে পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এবার হংকংয়ের মাঠে গিয়েই জয় ছিনিয়ে নিতে চান হামজা।
গতকাল এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় ম্যাচে ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এবার আর মাত্র চারদিন পর আগামী ১৪ অক্টোবর সেই হংকংয়ের মাঠে গিয়েই তাদের বিপক্ষে খেলবে হামজা-জামালরা। এদিকে ঘরের মাঠে পরাজিত হলেও নিজেদের খেলায় উন্নতি হচ্ছে বলে মনে করেন হামজা।
গত রাতের ম্যাচ থেকে কোনও পয়েন্ট না পাওয়া যেন বিশ্বাস করতে পারছেন না লেস্টার সিটির এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘এটা এমন একটা ম্যাচ ছিল, আসলে বুঝতে পারছি না অন্তত এক পয়েন্টও কিভাবে পেলাম না।’ অবশ্য হারলেও দলের উন্নতি হচ্ছে বলে মনে করেন তিনি, ‘ভাঙা রেকর্ডার মনে হলেও আমরা কিন্তু ভালোই উন্নতি করছি, আমি মনে করি আমরা অনেক ভালোই খেলেছি।’
আগামী মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের মূল আসরের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাকি সবগুলো ম্যাচে জিততে হবে হামজাদের। সেই লক্ষ্যের কথাই জানালেন হামজা, ‘পাঁচদিন (চারদিন) পরই আমাদের আরেকটি ম্যাচ খেলতে হবে। আমাদের এখন পরের তিনটা ম্যাচ জিততে হবে। হার আসলে ফুটবলেরই অংশ।’
এর আগে ঢাকায় খেলা সিঙ্গাপুর ম্যাচের মত গতকাল হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের খেলাতেও ছিল সমর্থকদের বিপুল আগ্রহ। সমর্থকদের উদ্দেশ্যে হামজা বলেন, ‘সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। আর আমাদের উপর আস্থা রাখুন। আমাদের কঠোর পরিশ্রম তো দেখছেন। কোচ-ফুটবলারদের চেষ্টার কমতি ছিল না। কখনো কখনো ভাগ্যেরও প্রয়োজন হয়।’
উল্লেখ্য, আগামী ১৪ অক্টোবর কঠিন পরীক্ষা দিতে হংকংয়ের মাটিতে খেলবে বাংলাদেশ। যেখানে তাদের সামনে থাকবে গত রাতের প্রতিশোধ নেয়ার। এরপর ১৮ নভেম্বর ভারতের মুখোমুখি হবে হামজা-জামালরা। এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী বছর ৩১ মার্চ ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৫/এফএএস
