এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে খেলতে গত পরশু (সোমবার) দেশে এসেছেন হামজা চৌধুরী। গতকাল এক অনুষ্ঠানে যোগ দিয়ে হামজা জানান তার স্বপ্নের কথা।
আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকায় নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, ১৮ নভেম্বর বাংলাদেশ এর প্রতিপক্ষ ভারত।
গতকাল বিকেলে কিংস অ্যারেনায় জাতীয় দলের অনুশীলনের নামার আগে টেলিকম প্রতিষ্ঠান রবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন হামজা। সেখানেই হামজা শুনিয়েছেন তরুণ প্রজন্মকে নিয়ে তার স্বপ্নের কথা।
হামজা স্বপ্ন দেখেন তরুণ প্রজন্ম ফুটবল মাঠে এগিয়ে আসবে। তিনি স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাংলাদেশে আসাটা আমি দারুণভাবে উপভোগ করি।’
সিলেটের বাহুবলে শৈশব কাটানো হামজা পুরনো স্মৃতি মনে করে বলেন, ‘শৈশবের অনেক স্মৃতি ঘিরে আছে আমার। আমি তরুণ প্রজন্মকে ফুটবলে আসতে অনুপ্রাণিত করি, আমার স্বপ্ন তরুণরা ফুটবল মাঠে এগিয়ে আসবে।’
বিদেশি লিগের খেলা ছেড়ে দেশের প্রতিনিধিত্ব করতে আসার বিষয়ে হামজা বলেন, ‘আমি টাকার কথা আলাদাভাবে চিন্তা করি না। দেশের প্রতি ভালোবাসা থেকে চিন্তা করি কিভাবে দেশের উন্নতি করা যায়, সে উন্নতিতে নিজের অবদান রাখতেই বাংলাদেশে এসে খেলা।’
আসন্ন ভারত ও নেপাল ম্যাচ নিয়ে হামজা বলেন, ‘ইনশাআল্লাহ, আমার সামনের দুই ম্যাচ আছে, বৃহস্পতিবার নেপালের বিপক্ষে এবং মঙ্গলবার ভারতের বিপক্ষে। তাই আমি এখন সম্পূর্ণভাবে সেই ম্যাচগুলোর দিকেই মনোযোগ দিচ্ছি। নিশ্চিত করব যে, শতভাগ মনোযোগ দিয়ে যেন খেলতে পারি এবং নিজের সেরাটা দিতে পারি; যা আমাদের জিততে সহায়তা করবে, বিশেষ করে ভারতের বিপক্ষে।’
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত দু’দলই এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব থেকে ছিটকে গেছে। নিয়ম রক্ষার ম্যাচ হলেও ম্যাচকে ঘিরে আগ্রহের কোনো কমতি নেই সমর্থকদের। টিকিট বিক্রি শুরুর ৬ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেছে সকল টিকিট।
ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৫/এআই