
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে বাংলাদেশে পা রাখছে হংকং। ৯ অক্টোবর ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ-হংকং বাছাইপর্বের দুটি ম্যাচ। বাছাইপর্বের এই ম্যাচকে সামনে রেখে ২৯ অথবা ৩০ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করবেন হ্যাভিয়ের ক্যাবরেরা।
এদিকে অনুশীলনের শুরুতে যুক্ত হতে না পারলেও শেষের দিকে দলে যোগ দেবেন হামজা চৌধুরী ও সামিত সোম।
এএফসি এশিয়া কাপকে সামনে রেখে এই মাসের শেষ দিক থেকে শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের আয়োজন। আগামী ৯ অক্টোবর হংকংয় সফরকারী দল হিসেবে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে। এই ম্যাচ ঘিরে জাতীয় দলে তৈরি হয়েছে ব্যস্ততা।
সেপ্টেম্বরের শুরুতে নেপাল সফরে গিয়েছিল বাংলাদেশ। তবে দলের সঙ্গে দলে ছিলেন না বাংলাদেশের দুই তারকা ফুটবলার হামজা চৌধুরী ও সামিত সোম। এবার হংকংয়ের বিপক্ষে দেশের মাটিতে খেলতে দেখা যাবে এই দুই ফুটবলারকে।
জানা গেছে, অনুশীলনের শুরুতেই যুক্ত হতে পারবেন না হামজা ও সামিত সোম। হামজা চৌধুরী ইংল্যান্ড এর ক্লাব লেস্টার সিটির হয়ে ৪ অক্টোবর মাঠে নামবেন যে কারণে ৬ অক্টোবর দেশে এসে অনুশীলনে যুক্ত হবেন এই প্রবাসী ফুটবলার।
অপরদিকে শমিত সোম তার ক্লাব কাভালরি এফসির হয়ে মাঠে নামবেন ৫ অক্টোবর যার ফলে তিনি বাংলাদেশ আসবেন ৭ অক্টোবর।
গত মার্চ মাসে ভারতের বিপক্ষে খেলার মাধ্যমে অভিষেক হয় হামজা চৌধুরীর। তারপর বাংলাদেশের হয়ে খেলেছেন ৩টি ম্যাচ যেখানে করেছেন একটি গোল ও একটি অ্যাসিস্ট। সামিতের অভিষেক হয় সিঙ্গাপুরের বিপক্ষে এ বছরের জুন মাসে।
এএফি এশিয়া কাপে দুই ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট ১। তবে আছে আরও চারটি ম্যাচ, দুটি হংকংয়ের বিপক্ষে, একটি ভারতের বিপক্ষে, একটি সিঙ্গাপুরের বিপক্ষে। গ্রুপ সি-তে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বাংলাদেশ। যেখানে ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে সিঙ্গাপুর। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে হংকং। বাংলাদেশ আছে তৃতীয় অবস্থানে এবং ভারত চতুর্থ।
ক্রিফোস্পোর্টস/২৪সেপ্টেম্বর২৫/এনজি
