Connect with us
ফুটবল

নেপালের বিপক্ষে থাকছেন না হামজা-সামিত-ফাহামিদুলরা

Hamza_Shamit_Fahamedul
হামজা-সামিত-ফাহামিদুলদের ছাড়াই নেপাল যাবে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

আগামী অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বর উইন্ডোতে নেপালের বিপক্ষে কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ খেলবে জামালরা। তবে এই সফরে থাকছেন না হামজা চৌধুরি, সামিত সোম ও ফাহামিদুল ইসলাম।

মূলত সেপ্টেম্বরে ক্লাব ফুটবলে ব্যস্ত সময় পার করবেন হামজা-সামিতরা। যে কারণে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না এই দুই তারকাকে।

এ প্রসঙ্গে জাতীয় দল কমিটির সদস্য সাঈদ হাসান কানন জানান, সেপ্টেম্বরে লেস্টার সিটির সঙ্গে ব্যস্ত থাকবেন হামজা। একই সময়ে সামিতের ক্লাবের ব্যস্ততা রয়েছে। এ কারণে তারা কেউই নেপাল সফরে থাকতে পারবেন না।

আরও পড়ুন:

» গোল উৎসব করলো সাবিনা-ঋতুপর্ণারা, জিতলো ২২-০ গোলে

» লিটন, মিরাজ নাকি তাইজুল- কে হচ্ছেন পরবর্তী টেস্ট অধিনায়ক?

নেপালের বিপক্ষে বাংলাদেশ দুটি প্রীতি ম্যাচ খেলবে ৬ ও ৯ সেপ্টেম্বর। তবে এই সময়ে লেস্টারের কোনো ম্যাচ না থাকলেও ১৩, ২০ ও ২৭ সেপ্টেম্বর চ্যাম্পিয়নশিপের ম্যাচ রয়েছে। তবে নেপালের বিপক্ষে ম্যাচ দুটি খুব বেশি গুরুত্বপূর্ণ না হওয়ায়, তিনি হয়ত ক্লাবের ম্যাচগুলোকেই প্রাধান্য দেবেন। তবে কানাডার লিগে ৬ সেপ্টেম্বর ম্যাচ রয়েছে সামিতের দল কাভার্লির। তাই দেশে ফেরার সুযোগ নেই তারও।

এদিকে সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আগামী ৩ সেপ্টেম্বর বাছাইপর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনাম, ৬ সেপ্টেম্বর ইয়েমেন ও ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজের দল। এই বাছাইয়ের ম্যাচে অনূর্ধ্ব-২৩ দলে খেলবেন ফাহামিদুল ইসলাম। যে কারণে একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া নেপাল সফরে থাকতে পারবেন না এই তরুণ ফুটবলার।

ক্রিফোস্পোর্টস/১৮জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল