Connect with us
ক্রিকেট

লেস্টারের হয়ে অনুশীলনের ফাঁকে ক্রিকেট খেললেন হামজা

Hamza played cricket during a break from training with Leicester.
লেস্টারের হয়ে অনুশীলনের ফাঁকে সতীর্থদের সঙ্গে ক্রিকেট খেলছেন হামজা। ছবি- সংগৃহীত

বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট ও ফুটবল। দেশের ক্রীড়াপ্রেমীদের আবেগের সঙ্গে মিশে আছে এই দুই খেলা। কিন্তু সময়ের সাথে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়লেও ফুটবলের জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছিল। তবে হামজা চৌধুরীর আগমনে দেশের ফুটবলে নবজাগরণ হয়েছে। দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম বড় তারকা বনে গেছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির এই ফুটবলার। এবার ক্রিকেট খেলায় মেতে উঠলেন এই ফুটবলার। 

ইংলিশ চ্যাম্পিয়নশিপে আজ কুইন্স পার্ক রেঞ্জার্সের মুখোমুখি হবে হামজাদের লেস্টার সিটি। ম্যাচের আগে অনুশীলন করছিলেন তারা। তবে অনুশীলনের এক ফাঁকে সতীর্থদের সঙ্গে ক্রিকেট খেলেছেন হামজা। একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায় সতীর্থদের সঙ্গে ব্যাটিংয়ের পাশাপাশি রানআউট করা ও ক্যাচ ধরার অনুশীলন করছিলেন হামজা। হামজা ব্যাট হাতে পাঁচটি বল মোকাবিলা করেন। প্রথম বলটি ছিল ফুলটস, যা তার ব্যাটের কানায় লেগে অফে চলে যায়। দ্বিতীয় বলটিও ছিল ফুলটস, যা তিনি দারুণ টাইমিং করেন এবং বলটি বেশ দূরে যায়।



তৃতীয় বলটি তার ব্যাটের কানায় লেগে পেছনে চলে যায়। এরপর চতুর্থ বলটি জায়গায় দাঁড়িয়ে জোরে মারার চেষ্টা করেন। কিন্তু বলটি ব্যাটে লাগাতে পারেননি। এরপর পঞ্চম বলটি ক্রিজ থেকে বেরিয়ে এসে জোরে উড়িয়ে মারার চেষ্টা করেন হামজা। কিন্তু এবারও ব্যাটে-বলে সংযোগ হয়নি।

এরপর রানআউটের অনুশীলন করেন হামজা। কিছুটা দৌড়ে এসে বল কুড়িয়ে স্টাম্প ভাঙতে হবে। পাঁচবারের থ্রোতে প্রথমবার সফল হয়েছিলেন তিনি। পরের চার বারের চেষ্টার স্টাম্পে বল লাগাতে পারেননি এই তারকা। এরপর ক্যাচ ধরার অনুশীলন করেন। যখানে পাঁচ চেষ্টায় সবগুলোতেই সফল হন তিনি। সবমিলিয়ে ব্যাটে-বলে দারুণ এক সময় পার করেছেন এই ফুটবল তারকা।

ইংলিশ চ্যাম্পিয়নশিপে ২২তম রাউন্ডের ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে খেলবে লেস্টার সিটি। কুইন্স পার্কের ঘরের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট