
দীর্ঘ নয় মাস পর আবারও ফিফা র্যাঙ্কিংয়ে অবনতির মুখে পড়েছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী, এক ধাপ পিছিয়ে ১৮৪তম স্থানে নেমে এসেছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। এই অবনতি নিঃসন্দেহে দেশের ফুটবলপ্রেমীদের জন্য হতাশাজনক খবর।
চলতি বছরের জুন মাসে বাংলাদেশ দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। এর মধ্যে প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে কিছুটা স্বস্তি এনে দিলেও, পরবর্তী এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-২ গোলে হেরে যাওয়াটা দলের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
ফুটবল বিশ্লেষকদের ধারণা, এই হারই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতির অন্যতম প্রধান কারণ। সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেলে হয়তো র্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব পড়তো এবং বাংলাদেশ তাদের অবস্থান ধরে রাখতে পারতো।
আরও পড়ুন:
» আবারও জোড়া গোলে মেসির ম্যাজিক, জয়ের রাতে গড়লেন রেকর্ড
» গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের খেলা কবে-কখন?
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এই ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপরই কাবরেরার দলকে হংকংয়ের উদ্দেশ্যে উড়াল দিতে হবে, কারণ ১৪ অক্টোবর একই প্রতিপক্ষের বিপক্ষে তাদের অ্যাওয়ে ম্যাচ রয়েছে। এই দুটি ম্যাচ বাংলাদেশের র্যাঙ্কিং এবং এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল যদি এই ম্যাচগুলোতে ভালো ফল করতে পারে, তবে র্যাঙ্কিংয়ে কিছুটা উন্নতি সম্ভব হতে পারে।
অন্যদিকে, বিশ্ব ফুটবলের শীর্ষস্থানগুলোতে কোনো পরিবর্তন আসেনি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ে তাদের শীর্ষস্থান ধরে রেখেছে, যা প্রত্যাশিতই ছিল। লিওনেল মেসির নেতৃত্বে দলটি তাদের ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে এই অবস্থান সুদৃঢ় করেছে।
আর্জেন্টিনার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন, যারা নিজেদের শক্তিশালী অবস্থান বজায় রেখেছে। তৃতীয় স্থানে আছে ফ্রান্স, যাদের আক্রমণাত্মক ফুটবল বিশ্বজুড়ে প্রশংসিত। এরপর চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড এবং পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৫/এসএইচএ
