
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) জায়গা পেতে মর্যাদাপূর্ণ প্লে-অফ ফাইনালে মাঠে নামছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি, হামজাদের প্রতিপক্ষ সান্ডারল্যান্ড।
চ্যাম্পিয়নশিপ প্লে-অফের সেমিফাইনালে ব্রিস্টল সিটিকে দুই লেগ মিলিয়ে ৬-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় শেফিল্ড। সেমিফাইনালের উভয় লেগেই রাইট-ব্যাক পজিশনে দুর্দান্ত পারফরম্যান্স করেন বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী।
হামজা ক্যারিয়ার শুরু করেছিলেন মিডফিল্ডার হিসেবে, তবে সাম্প্রতিক সময়ে রক্ষণভাগের ডান প্রান্ত সামলাচ্ছেন দারুণ সফলভাবে। তাই ফাইনালেও রাইট-ব্যাকে তার ওপরই ভরসা রাখছেন কোচ ক্রিস উইল্ডার।
আরও পড়ুন
» তার মানে আমি আরও ১০ বছর খেলতে পারি : ক্রিস্টিয়ানো রোনালদো
» হায়দরাবাদ বনাম বেঙ্গালুরু : ভাঙল ১৮ বছরের রেকর্ড
এটি শুধু একটি ফাইনাল নয়-ইপিএলে জায়গা পাওয়ারও যুদ্ধ। জয় পেলে শেফিল্ড ইউনাইটেড নিশ্চিত করবে ইংল্যান্ডের শীর্ষ লিগে ফিরতে পারার টিকিট। পাশাপাশি ক্লাবটি পাবে আনুমানিক ৩০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬৫ কোটি টাকা)।
এদিকে বিশেষ নজর থাকবে হামজা চৌধুরীর ওপর। লেস্টার সিটির চুক্তিভুক্ত এই ফুটবলার বর্তমানে শেফিল্ডে ধারে খেলছেন। তার এই ধারের মেয়াদ শেষ হবে ৩১ মে। ধারণা করা হচ্ছে, এটি হতে পারে শেফিল্ডের জার্সিতে তার শেষ ম্যাচ। তবে ক্লাব কর্তৃপক্ষ হামজার পারফরম্যান্সে সন্তুষ্ট এবং স্থায়ী চুক্তির কথাও ভাবছে। যদিও সিদ্ধান্তটি অনেকটাই নির্ভর করছে আজকের ম্যাচের ফলাফলের ওপর।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছেও আজকের ম্যাচটি বিশেষ গুরুত্বের। কারণ ১০ জুন ঢাকায় জাতীয় দলের হয়ে মাঠে নামবেন তিনি। ঢাকায় দেশের জার্সি গায়ে তোলার আগে ওয়েম্বলির মঞ্চে আরেকটি বড় পরীক্ষার মুখে হামজা চৌধুরী।
ইপিএলে শেফিল্ড ইউনাইটেডকে তুলে দিতে পারবেন কি না হামজা; সে উত্তর মিলবে আজ রাতেই।
ক্রিফোস্পোর্টস/২৪মে২৫/এসএ
