Connect with us
ফুটবল

আফগানিস্তান ম্যাচেও বাংলাদেশ দলে থাকছেন হামজা চৌধুরী

Hamza Chaudhury
হামজা চৌধুরি। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ফুটবলে অন্যতম সেরা তারকা নিঃসন্দেহে হামজা চৌধুরী। তার আগমনে বদলে গেছে দেশের ফুটবল। লেগেছে নতুন হাওয়া; একে একে প্রবাসে খেলা তারকারাও যোগ দিচ্ছেন দল। তবে ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে ব্যস্ততা থাকায় নিয়মিত হামজাকে পাওয়া নিয়ে থাকে শঙ্কা। তবে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে থাকছেন তিনি, সেটা এখন অনেকটাই নিশ্চিত।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মাঠে নামার আগে নভেম্বরেই আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে খেলবে বাংলাদেশ দল। সেখানে হামজাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে ছিল দুশ্চিন্তা। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন নিশ্চিত করেছেন, সেই ম্যাচে খেলবেন হামজা।

দেশের এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ইকবাল বলেছেন, ‘এটা নিশ্চিত যে, ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচে খেলবে হামজা চৌধুরী। তার ক্লাবের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।’



আফগানিস্তানের বিপক্ষে আগামী ১৩ নভেম্বর রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচ। তবে ম্যাচের আগে ঠিক কবে দেশে ফিরবেন এই তারকা, তা এখনও নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন ইকবাল হোসেন। তবে নভেম্বরে আফগানিস্তান ও ভারত দুই ম্যাচেই হামজাকে পাওয়া নিয়ে আশাবাদী তিনি।

এর আগে চলতি মাসে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই ছিলেন হামজা। দেখা পেয়েছেন একটি গোলেরও। ঘরের মাঠে শেষ মুহূর্তের হৃদয় ভাঙলেও হংকংয়ের মাঠ থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরেছিল বাংলাদেশ।

উল্লেখ্য, ইতোমধ্যেই এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশ ও ভারত উভয় দলের। তবুও নিয়ম রক্ষার জন্য আরও দুটি ম্যাচ খেলবে উভয় দল। ভারত ম্যাচের পর সিঙ্গাপুরের বিপক্ষে আরেকটি অ্যাওয়ে ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল