Connect with us
ভিডিও গ্যালারি

লেস্টার সিটিকে বাংলাদেশের গল্প শোনালেন হামজা চৌধুরী

Hamza
হামজা চৌধুরী। ছবি- সংগৃহীত

এলেন, দেখলেন, জয় করলেন- এমন প্রবাদের মতোই বাংলাদেশ ফুটবলের সুপারস্টার হয়ে গেছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির এই তারকার মুখেও বাংলাদেশের গল্প। এরই মধ্যে নিজের ক্লাবকে শুনিয়েছেন বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা।

আন্তর্জাতিক ম্যাচ না থাকায় হামজা এখন ব্যস্ত ক্লাব ফুটবলে। লেস্টার সিটির হয়ে আগামী মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন। এর মাঝেই ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে শুনিয়েছেন নিজ দেশকে নিয়ে তার ভালোবাসার গল্প।

ইংলিশ ক্লাবটির সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে বাংলাদেশকে নিয়ে হামজার ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে।


আরও পড়ুন

» চেলসি ছেড়ে রোনালদোর দলে যোগ দিলেন পর্তুগিজ তারকা

» ২০২৬ নারী এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি


হামজা বলেন ‘প্রথমবার যখন আমরা গ্রামে গিয়েছিলাম, আমার নিজের গ্রামে, সেটা সত্যিকারের গ্রাম ছিল। এটি ছিল আমার শৈশবের বেড়ে ওঠার একটি বড় অংশ। সেখানে যা অভ্যর্থনা পেয়েছি, সেটা বর্ননাতীত। অনেকেই অনেককিছু বলতে পারে, কিন্তু এটা বাস্তবের চেয়েও বেশি কিছু ছিল। আমার মনে হয়, এটা কখনও স্বাভাবিক হবে না, এমনই থাকবে।’

হামজা আরও বলেছেন, ‘ফুটবলার হিসেবে যখন যুক্তরাজ্যে থাকি, তখন অনেক অ্যাটেনশন পাই। কিন্তু যুক্তরাজ্যের বাইরে আমি যে অভ্যর্থনা পেয়েছি, সেটা আশ্চর্যজনক। অনেকের কাছে এত ভীড়বাট্টা ভীতিকর হতে পারে, কিন্তু সত্যি বলতে এটা আমার হৃদয়ের অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। সেখানকার লোকজন খুবই ইতিবাচক এবং আমার প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্যই এসেছিল। এটা এক অসাধারণ অনুভূতি।’

আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা এলে ক্লাব ফুটবল থেকে বিরতি নিয়ে আবারও লাল-সবুজের জার্সি গায়ে চাপাবেন এই তারকা। তার নাম ধরে গ্যালারিতে বসে গলা ফাটানোর অপেক্ষায় আছেন ভক্তরা।

ক্রিফোস্পোর্টস/২৯জুলাই২৫/এজে/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ভিডিও গ্যালারি