
এক মৌসুম আগেই ইংল্যান্ডের দ্বিতীয় সারির লিগ চ্যাম্পিয়নশিপে ছিল লেস্টার সিটি। ২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন হয় দলটির। লেস্টারকে প্রিমিয়ার লিগে তোলার পেছনে হামজা চৌধুরীও বেশ অবদান রাখেন। প্রায় প্রতিটি ম্যাচেই মিডফিল্ডে দ্যুতি ছড়িয়েছেন এই বাংলাদেশি ফুটবলার। তবে লেস্টারের প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তনের পরেই পাল্টে যায় চিত্র।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে শুরুটা প্রত্যাশিত হয়নি হামজার। আগের মৌসুমের একাদশে নিয়মিত সুযোগ পেলেও এবারের মৌসুমে একাদশে সুযোগ মিলছিল না। প্রায় প্রতিটি ম্যাচই বেঞ্চে বসে কাটাতে হয়েছে তাকে। তবে মৌসুমের মাঝপথে লোনে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন তিনি। চ্যাম্পিয়নশিপে খেলা এই ক্লাবে যোগ দিয়ে পুরোনো ছন্দ ফিরে পান হামজা।
শেফিল্ডে নিয়মিত শুরুর একাদশে জায়গা হয়েছে হামজার। আর মাঠেও সেরাটা দিয়ে নিজের যোগ্যতার জানান দিয়েছেন এই মিডফিল্ডার। এবার ব্লেডসদের লাল-সাদা জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিও পেলেন ২৭ বছর বয়সী ফুটবলার।
আরও পড়ুন:
» নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা হলো না বাংলাদেশের
» জুনে সান্তোসের সাথে চুক্তি শেষে নেইমারের গন্তব্য কোথায়?
স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং দক্ষিণ এশীয় ফুটবলার স্কাউট জোহাইব রশিদের নির্বাচিত বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো জায়গা এলেন এই মিডফিল্ডার।
মূলত ইউরোপজুড়ে ছড়িয়ে থাকা ব্রিটিশ-দক্ষিণ এশীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের মধ্য থেকে সেরাদের বাছাই করে বর্ষসেরা একাদশ সাজান ডেভ ট্রিহান ও জোহাইব রশিদ। যেখানে নারী-পুরুষ উভয় খেলোয়াড়দেরকেই রাখা হয়। এবারের বর্ষসেরা একাদশে পুরুষ ফুটবলার ৮ জন এবং বাকি ৩ জন নারী ফুটবলার।
৪-৩-৩ ফর্মেশনের এই স্কোয়াডে হামজার জায়গা হয়েছে মিডফিল্ডে। তার সঙ্গে আছেন পাকিস্তানি বংশোদ্ভূত জিদান ইকবাল (এফসি উট্রেখট) ভারতীয় বংশোদ্ভূত নারী ফুটবলার মিলি চন্দ্রানা (নটিংহ্যাম ফরেস্ট নারী দল)।
ইউরোপিয়ান ফুটবলে ব্রিটিশ-দক্ষিণ এশীয়দের বর্ষসেরা একাদশ-
গোলরক্ষক: জাসবির সিং (ট্যামওর্থ এফসি)।
রক্ষণভাগ: মেল বেনিং (শ্রসবুরি টাউন), আসমিতা অ্যালি (লেস্টার সিটি নারী দল), ড্যানি ভট্ট (ব্ল্যাকবার্ন রোভার্স), ক্যাম ক্যান্ডোলা (কিডারমিনস্টার হারিয়ার্স)।
মধ্যমাঠ: হামজা চৌধুরী, জিদান ইকবাল,মিলি চন্দ্রানা।
আক্রমণভাগ: ব্রেন্ডন খেলা (ব্র্যাডফোর্ড সিটি), ডিলান মারকান্দে (ব্ল্যাকবার্ন রোভার্স), সিমরান ঝামাত (ওয়েস্ট ব্রোমউইচ নারী দল)।
ক্রিফোস্পোর্টস/১০মে২৫/বিটি
