
জাতীয় দলের হয়ে খেলতে দেশে আসার পর যে অভ্যর্থনা পেয়েছিলেন তা এখনো ভুলতে পারেননি হামজা চৌধুরী। একরকম বিস্মিতই হয়েছিলেন তিনি। এখন তার হৃদয়ের অনেকটা অংশ জুড়ে শুধুই বাংলাদেশ।
সম্রতি তার বর্তমান ক্লাব লেস্টার সিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বাংলাদেশে পাওয়া অভ্যর্থনা ভাষায় প্রকাশ করার নয়। ছেলেরা এটা নিয়ে অনেক কথা বলে, এটা পরাবাস্তব। আমার মনে হয় না, এই মাত্রার ভালোবাসা কখনো স্বাভাবিক মনে হবে।’
আরও পড়ুন:
২২ বছর পর আবারও ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের সম্ভাবনা
তিনি আরও বলেন, , ‘ফুটবলার হিসেবে আমরা যুক্তরাজ্যে অনেকটাই মনোযোগ পাই। কিন্তু বাংলাদেশে যেটা পেয়েছি, তার সঙ্গে এর কোনো তুলনা হয় না। এটা অসাধারণ এক অভিজ্ঞতা।’
শুধু শহরের অভিজ্ঞতাই নয়, নিজের গ্রামের কথা বলতে গিয়েও আবেগপ্রবণ হয়ে পড়েন এই ফুটবলার। তিনি বলেন, ‘বাংলাদেশে গিয়ে আমার গ্রামে ফিরেছিলাম। সেটি ছিল একেবারে প্রান্তিক এক এলাকা। যেখানে আমার শৈশবের বহু স্মৃতি জড়িয়ে আছে। সেখানে ফিরে গিয়ে নিজের শেকড়কে যেন নতুনভাবে আবিষ্কার করেছিলাম।’
ক্রিফোস্পোর্টস/২৯ জুলাই ২৫/এমএ
