বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে এক নতুন ইতিহাস গড়লেন হাবিবুর রহমান সোহান। টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড গড়েছেন এই ব্যাটার। এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে হংকংয়ের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেন তিনি। হাবিবুরের এই ইতিহাসগড়া ইনিংসে ভর করে টুর্নামেন্টটিতে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ।
আজ (শনিবার) কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।
ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে হংকং। জবাবে ব্যাট করতে হাবিবুরের ইতিহাসগড়া সেঞ্চুরি এবং শেষদিকে আকবর আলীর ঝোড়ো ক্যামিওতে মাত্র ১১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ‘এ’ দল।
এদিন রানতাড়ায় নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ১০৭ রান তুলে নেয় বাংলাদেশ। ১৭ বলেই ফিফটি তুলে নেন হাবিবুর রহমান সোহান। পাওয়ারপ্লের পরের ওভারে ১১১ রানের মাথায় বিদায় নেন জিশান আলম। ১৪ বলে ২০ রান করেন এই ওপেনার।

উদ্বোধনী জুটিতে ৩৯ বলে ১১১ রান যোগ করেন হাবিবুর ও জিশান। ছবি- এসিসি
এরপর জাওয়াদ আবরার এসে ২ রান করে বিদায় নেয়। পরে আকবর আলীকে সঙ্গে নিয়েই সেঞ্চুরি পূর্ণ করেন হাবিবুর। ৩৫ বলে ৮ চার ও ১০ ছক্কার মারে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি। হাবিবুরের সেঞ্চুরির পর আর সময় নেননি আকবর। ১১তম ওভারের শেষ পাঁচ বলে টানা ৫ ছক্কা হাকিয়ে জয় নিশ্চিত করেন এই উইকেটরক্ষক ব্যাটার।
সেঞ্চুরির পর আর বল খেলার সুযোগ পাননি হাবিবুর। ৩৫ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন তিনি। আর আকবর ১৩ বলে ৬ ছক্কায় ৪১ রান করে অপরাজিত ছিলেন। হংকংয়ের পক্ষে একটি করে উইকেট নেন এশান খান ও আইজাজ খান।
এর আগে ব্যাটিংয়ে নেমে বাবর হায়াতের ৪৯ বলে ৬৩, ইয়াসিম মুর্তজার ২২ বলে ৪০, কিঞ্চিৎ শাহ’র ৪ বলে ২০ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ১৬৭ রানের পুঁজি পায় হংকং। বল হাতে বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ২৪ রান দিয়ে ২টি উইকেট নেন রিপন মন্ডল। মেহরব হোসেন ৪ ওভারে ৩১ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। এছাড়া একটি উইকেট নেন আব্দুল গাফফার সাকলাইন।
সংক্ষিপ্ত স্কোর :
হংকং : ১৬৭/৮ (২০ ওভার)
বাংলাদেশ ‘এ’ দল : ১৭১/২ (১১ ওভার)
ফলাফল : বাংলাদেশ ‘এ’ দল ৮ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৫/বিটি