
সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে রীতিমত ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ। অবশ্য পরের ম্যাচেই চট্টগ্রামে দারুন ভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
বড় জয় তুলে নিলেও দলের টপ অর্ডারের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। দেশের এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের চিন্তার কথা জানান তিনি।
যেখানে তিনি বলেন, ‘আমাদের টপ অর্ডার ব্যাটিং তারপরও ভালো হয়নি। প্রথম টেস্টে তো একদমই না, এমনকি এই টেস্টেও টপ অর্ডার ব্যাটাররা ভালো খেলেননি। এই টেস্টে প্রথম ৬ জনের মধ্যে একটিই সেঞ্চুরি। সেটা করেছেন সাদমান ইসলাম।’
হাবিবুল বাশার আরও বলেন, ‘টপ ফাইভ থেকে আর কোনো বড় ইনিংস নেই। আরেক সেঞ্চুরি করেছেন মিরাজ; সাত নম্বরে নেমে। তার মানে ওপরে ও মাঝখানে সাদমান ছাড়া কারো ব্যাটে দীর্ঘ ইনিংস নেই। ওয়ান, টু, থি, ফোর, ফাইভ ও সিক্স-এ কোনো বড় রানের ইনিংস আসছে না সেভাবে।’
আরও পড়ুন:
» তৃতীয় চিকিৎসকের পরামর্শের অপেক্ষায় তাসকিন
» আইসিসি থেকে সুখবর উড়ে এলো মিরাজ-জাকের ও মুমিনুলের কাছে
ওপেনার সাদমান ইসলামের সেঞ্চুরি ছাড়া তেমন বড় ইনিংস আসেনি প্রথম ছয় ব্যাটারের কাছ থেকে। যেখানে দীর্ঘদিন পর দলে ফেরা এনামুল হক বিজয় করেছেন ৩৯ রান। মমিনুল ৩৩ রান, নাজমুল হোসেন শান্ত ২৩ রান, মুশফিকুর রহিম ৪০ রান ও জাকের আলী অনিক ৫ রান করেছেন।
কেবল এই ম্যাচে নয়, এর আগে ধারাবাহিক ভাবে বড় রান করতে ব্যর্থ হয়ে আসছে দলের টপ অর্ডার। বিষয়টি মনে করিয়ে বাশার বলেন, ‘ভুলে গেলে চলবে না আমরা যে পাকিস্তানের সাথে সিরিজ জিতেছিলাম, সেখানেও টপ অর্ডাররা রান পায়নি। মিডল ও লেট অর্ডার রান করেছিল। এই মিরাজ দুই টেস্টেই ‘বিগ ফিফটি’ হাঁকিয়েছিল। ভারতের সাথেও টপ অর্ডারে রান আসেনি। জিম্বাবুয়ের সাথে প্রথম টেস্টে টপঅর্ডারে রান করেনি কেউ।’
বাংলাদেশের টপ অর্ডার রান না পেলেও বোলাররা ভালো করছেন বলে মনে করেন তিনি। প্রথম টেস্ট হারার কারণ হিসেবে হাবিবুল বাশার জানান টপ অর্ডারে রান না পাওয়ার কারণ। তিনি মনে করেন, সিলেট টেস্টে টপ অর্ডার রান করলে সেই ম্যাচও জিততে পারত টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/১মে২৫/এফএএস
