অনেক জল্পনা কল্পনার পর মাঠে গড়াচ্ছে বিপিএলের ১২তম আসর। আগামী ২৬ জানুয়ারি সিলেট পর্ব দিয়ে পর্দা নামবে বিপিএলের। বিপিএলের দ্বাদশ আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি চূড়ান্ত করছে ফ্র্যাঞ্চাইজিগুলো, ব্যতিক্রম নয় চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিও। নতুন মালিকানায় যাত্রা শুরু করতে যাওয়া চট্টগ্রাম রয়েলস শিবিরে শুরুতেই বড় একটি পরিবর্তন হলো। ম্যানেজার ও মেন্টর হিসেবে ঘোষিত হওয়ার কয়েক দিনের মধ্যেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হাবিবুল বাশার সুমন।
গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি জানালেন, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নতুন মালিকানা–নতুন পরিকল্পনার মধ্যেই তাকে ঘিরে একধরনের প্রত্যাশা ছিল চট্টলা বাসীর, কিন্তু হাবিবুল বাশারের সরে দাঁড়ানোয় দলটিকে দ্রুত বিকল্প খুঁজতে হবে। কেননা বিপিএল শুরু হতেও খুব বেশি দেরি নেই।
চট্টগ্রামের কোচিং সেটআপ অবশ্য ঠিকই এগোচ্ছে। প্রধান কোচ হিসেবে দায়িত্বে থাকছেন মমিনুল হক। তার সঙ্গে কাজ করবেন নাজমুল হোসেন মিলন এবং আশরাফুল ইসলাম জিকো।
চট্টগ্রাম ছাড়াও অন্য দলগুলোও শেষ মুহূর্তে স্কোয়াড ও কোচিং স্টাফ চূড়ান্ত করছে। রংপুরের নেতৃত্বে থাকবেন মিকি আর্থার, তার সহকারী মোহাম্মদ আশরাফুল। ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস এবং স্পিন বোলিং কোচ রফিক যোগ দিচ্ছেন সেখানে।
রাজশাহীর প্রধান কোচ হিসেবে আছেন হান্নান সরকার, ঢাকার দায়িত্বে টবি রাদারফোর্ড। সিলেট পরিচালনা করবেন সোহেল ইসলাম, আর নোয়াখালী শিবিরের নেতৃত্বে থাকছেন খালেদ মাহমুদ সুজন।
বিপিএল শুরু হতে এখনো কিছুটা সময় বাকি। তবে দলগুলোর প্রস্তুতি দেখে মনে হচ্ছে, মাঠে নামার আগেই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেক দল তাদের নিজেদের সাধ্যমতো দল ঘুচানোর চেষ্টা করছে। বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রেও একধরণের প্রতিযোগিতা তৈরি হয়েছে। বিসিবির অনুমোদন সাপেক্ষে তারা নিজেদের পছন্দসই খেলোয়াড়কে দলে ভেড়াচ্ছে।
উল্লেখ্য, আগামী ২৬ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এবারের বিপিএলের আসর শুরু হবে সিলেট পর্ব দিয়ে। নিলামের আগেই প্রত্যেক দল দুইজন করে খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে।
ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৫/টিএ