Connect with us
ক্রিকেট

সাকিবকে পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করছেন গুলবাদিন

Shakib Al Hasan and Gulbadin Naib
সাকিব আল হাসান ও গুলবাদিন নাইব। ছবি- সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে চলেছে সাকিব ঝড়। কেনই বা এমন হবে না; বন্দনা পাওয়ার মতই অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন এই তারকা অলরাউন্ডার। রীতিমতো একা হাতেই দুবাই ক্যাপিটালসকে গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে জয় এনে দিয়েছে সাকিব আল হাসান।

এই টাইগার ক্রিকেটার কে পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করছেন দলটির আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবের প্রশংসা ঝরেছে তার কন্ঠে। এদিন-ব্যাট বল উভয় হাতে অলরাউন্ড পারফর্ম করে সাকিব জিতে নিয়েছেন ম্যাচ সেরা পুরস্কার।

প্রথম ম্যাচে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে গুলবাদিন বলেন, ‘অবশ্যই সাকিব বেশ অভিজ্ঞ একজন ক্রিকেটার। সুতরাং সে সবকিছুই জানে। যেভাবে পুরো ইনিংসটা শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছে, সম্পূর্ণ কৃতিত্ব তারই। আমরা এই ধরনের অসাধারণ ক্রিকেটার পেয়ে আসলেই ভাগ্যবান।’


আরও পড়ুন:

» সাকিবকে মিস করছে দেশের ক্রিকেট, বলছেন রুবেল হোসেন

» আজ শুরু আফঈদাদের নতুন মিশন, বাটলার দেখছেন সুযোগ


এর আগে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ চোটে পড়লে দুবাইয়ের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব। তাকে নিয়ে গুলবাদিন আরও বলেন, ‘প্রথম জয় অবশ্যই জরুরী। আর শুরুর ছয় ওভার বেশ গুরুত্বপূর্ণ। সাকিবের মত অভিজ্ঞ ক্রিকেটার জানতো তাকে কী করতে হবে। সে সেটা ভালোভাবেই করেছে।’

সাকিব ভালো খেললেও এই ম্যাচে বেশ কিছু জায়গায় ঘাটতি ছিল দুবাই ক্যাপিটালসের। সেই বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘এই ম্যাচে আমরা কিছু ছোট ছোট ভুল করেছি, যা পরবর্তী ম্যাচে ঠিক করে নেয়ার চেষ্টা করব। উইকেট কিছুটা স্লো হচ্ছিল, আর আমরা এই রান ডিফেন্ড করার জন্য আত্মবিশ্বাসী ছিলাম।’

উল্লেখ্য, গতকাল গ্লোবাল সুপার লিগের দুবাইকে রীতিমত একা হাতে জিতিয়েছেন সাকিব আল হাসান। ব্যাটিং ব্যর্থতায় পড়া দলকে ৩৭ বলে ৫৮ রানের ইনিংসে লড়াই করার পুঁজি এনে দেন এই টাইগার অলরাউন্ডার। এরপর বোলিংয়েও অসাধারণ পারফরম্যান্স দেখান। বল হাতে ১৩ রান খরচায় শিকার করেছেন প্রতিপক্ষের ৪ উইকেট।

ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট