
অল্প বয়সেই ইউরোপিয়ান ফুটবলে নজর কেড়েছেন লামিনে ইয়ামাল। এই ফরোয়ার্ড বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফর্ম করে এরই মধ্যে কুড়িয়েছেন ভক্ত-সমালোচকদের প্রশংসা। অনেকে তার খেলার মাঝে লিওনেল মেসিও ছায়া খুজে পেয়েছেন৷ কিছু দিন আগে বার্সার ১০ নম্বর জার্সি পাওয়ার পরে এই তুলনা আরও শক্ত হয়েছে।
সাবেক বার্সা কোচ পেপ গার্দিওলা মনে করেন, এখই মেসির সাথে তার তুলনা করা উচিত নয়। আমাদের উচিত ইয়ামালকে সময় দেওয়া। ১৫ বছর পর আমরা বিচার করতে পারবো সে কেমন খেলোয়াড়। এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।
আরও পড়ুন:
এই ঘটনায় মেসি ভীষণ হতাশ হয়েছেন : ইন্টার মায়ামি
তবে তুলনা করায় খারাপ কিছুও দেখছেন না গার্দিওলা। তিনি মনে করেন, যখন কাউকে মেসির মতো কিংবদন্তির সঙ্গে তুলনা করা হয় সেটা ভালো খেলারই একটি ইঙ্গিত। তবুও, তাকে নিজের মতো গড়ে উঠতে দেওয়া জরুরি।
গার্দিয়াওলার চাখে মেসি এখনো সেরা। তিনি বলেন, এক মৌসুমে ৯০ গোল করা, ১৫ বছর ধরে টাকা ইনজুরি ছাড়া খেলাটা সহজ ব্যাপার নয়। মেসি যা করেছে, তা অসাধারণ।
ক্রিফোস্পোর্টস/২৯ জুলাই ২৫/ এমএ
