Connect with us
ফুটবল

বিদায়ের পর সৌদি ক্লাবকে কঠিন প্রতিপক্ষ বললেন গার্দিওলা

Disappointed Pep Guardiola
হিলালের কাছে হেরে হতাশ গার্দিওলা। ছবি- সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের সুপার সিক্সটিনে আজ অবিশ্বাস্য এক ম্যাচ উপভোগ করেছেন ফুটবলপ্রেমীরা। যেখানে ম্যানচেস্টার সিটির মতো ইউরোপের অন্যতম সেরা ক্লাবকে পরাজিত করে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আল-হিলাল। ম্যাচ হেরে এবার সৌদি ক্লাবকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মানছেন সিটিজেন কোচ পেপ গার্দিওলা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে গার্দিওলা বলেন, ‘এটা খুবই কষ্টকর। আমাদের জার্নিটা অবিশ্বাস্য ছিল এবং আমরা ভালো অবস্থানে ছিলাম। সবকিছু ভালোই ছিল। তবে পর্যাপ্ত অনুশীলনের পরও দলের খেলোয়াড়দের যে পারফর্মেন্স, তাতে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারছি না। ম্যাচটি কঠিন ছিল। জয়-পরাজয়ের ব্যবধান ছিল খুবই অল্প।’

হিলালের প্রশংসায় গার্দিওলা বলেন, ‘আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু বুনো (আল হিলাল গোলকিপার) অবিশ্বাস্য সব সেভ করেছে। আমরা খুবই প্রেডিক্টেবল ছিলাম। এই আসর চার বছরে মাত্র একবার হবে। আমরা আরও এগিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদের বাড়ি ফিরতে হচ্ছে। এখন বিশ্রাম নেওয়ার সময়, নতুন মৌসুম শুরুর আগে মনকে শান্ত রাখার সময়।’


আরও পড়ুন:

» ৭ গোলের ম্যাচে ম্যানসিটিকে হারিয়ে কোয়ার্টারে আল-হিলাল

» ক্রিকেটারদের উৎসাহ বাড়াতে বর্ষসেরা পুরস্কার চালু করছে বিসিবি


সৌদি ক্লাবকে নিয়ে তিনি আরও বলেন, ‘তারা প্রতিপক্ষ হিসেবে বেশ কঠিন ছিল। আমরা তাদের আটকাতে পারিনি, তাদের দুর্দান্ত রক্ষণ ভাঙতে পারিনি। উইঙ্গাররাও ছিল দুর্দান্ত, বুনো অনেকগুলো সেভ করেছে। দিনশেষে আমাদের গোল করতে হতো। তারা প্রথমার্ধে সুযোগ তৈরি করতে পারেনি, আমরা পেরেছি। তাই ভেবেছিলাম, শেষ পর্যন্ত হয়তো আমরা জিততে পারব। কিন্তু তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে আমাদের শাস্তি দিয়েছে।’

এদিন সমানে সমানে টক্কর দিয়ে লড়েছে দুই ভিন্ন মহাদেশের অন্যতম সেরা দুই ক্লাব। তবে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে জয়ের হাসি হেসেছে সৌদি ক্লাব আল-হিলাল। ম্যাচে একাধিকবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছে উভয় দল। ম্যাচের নির্ধারিত সময় তারা শেষ করেছিল ২-২ গোল ব্যবধানে।

ক্রিফোস্পোর্টস/১জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল