
আজ (২৭ সেপ্টেম্বর) চিলিতে পর্দা উঠতে যাওয়া ফিফা অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো দেখা যাবে ফিফার নতুন প্রযুক্তিগত উদ্যোগ ‘গ্রিন কার্ড’।
গ্রীন কার্ড এর ব্যবহার রেফারিদের জন্য নয় বরং দলের কোচদের জন্য। যদি মাঠের কোচরা মাঠের কোনো সিদ্ধান্তকে ভুল বা বিতর্কিত মনে করেন; তাহলে এনএফএল এর চ্যালেঞ্জ পদ্ধতির অনুসারে এই ‘গ্রিন কার্ড’ ব্যবহার করে তারা চ্যালেঞ্জ জানাতে পারবেন। প্রতিটি দল নির্দিষ্ট সংখ্যক বার গ্রিন কার্ড এর ব্যবহার করতে পারবে।
পেনাল্টির সিদ্ধান্ত, লাল কার্ডের সিদ্ধান্ত, গোল হওয়া বা না হওয়া সিদ্ধান্ত, ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো – এসব ক্ষেত্রে গ্রিন কার্ড ব্যবহার করা যাবে। এই কার্ডটি ব্যবহার করা হবে ভিডিও রিভিউ সিস্টেম (এফভিএস) এর আওতায়।
ভিডিও রিভিউ সিস্টেম (এফভিএস) ২০২৪ সালে সুইজারল্যান্ডে ব্লু স্টার ইয়ুথ চ্যাম্পিয়নশিপ এবং কলম্বিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল।
মাঠের সিদ্ধান্তগুলো আরো সঠিক অন্যের সঙ্গত করার লক্ষ্যে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই উদ্যোগটি গ্রহণ করেছে। ফুটবলে এমন প্রযুক্তির ব্যবহার খেলার মান ও দর্শকের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করবে বলে মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা।
ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৫/এআই
