
তিন বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন এনামুল হক বিজয়। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে পুনরায় বাংলাদেশের সাদা পোশাক গায়ে জড়িয়েছেন তিনি। এই ডানহাতি ওপেনারের প্রত্যাবর্তনের টেস্টে দুর্দান্ত এক জয় পেয়েছে টাইগাররা।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হারের পর দ্বিতীয় ম্যাচে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এমন জয়ে সতীর্থদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন মিরাজ এবং তিন বছর পর দলে সুযোগ পেয়ে ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ব্যাটার।
বুধবার (৩০ এপ্রিল) এনামুল তার অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় লিখেন, ‘এটি আমার জন্য একটি স্বাগত জয়! মিরাজ, সাদমান এবং আমার সব সতীর্থের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। তিন বছর পর আবার টেস্ট ক্রিকেটে খেলার সুযোগ দেওয়ার জন্য ম্যানেজমেন্টের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ!’
আরও পড়ুন:
» প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে চীন নারী দল!
» শ্রীলঙ্কার বিপক্ষে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ
টেস্টে ওপেনিংয়ে অনেকদিন ধরেই ভুগছিল বাংলাদেশ। সিলেট টেস্টেও ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। তাই ওপেনিংয়ে বিকল্প খুঁজছিল টিম ম্যানেজমেন্ট। আর দ্বিতীয় টেস্টের আগে নির্বাচকদের নজরে আসেন এবারের ডিপিএলে দুর্দান্ত খেলতে থাকা এনামুল। এরপর তার ডাক পড়ে দ্বিতীয় টেস্টে।
চট্টগ্রাম টেস্টে ডাক পেয়েই একাদশে সুযোগ পেয়ে যান এনামুল। এরপর ব্যাট হাতে খেলতে নেমে ওপেনিংয়ে দলকে দারুণ শুরু এনে দেন এই ব্যাটার। সাদমান ইসলামের সঙ্গে ১১৮ রানের জুটি গড়েন। তবে প্রথম ইনিংসে ৩৯ রান করেই সাজঘরে ফিরতে হয় তাকে। অবশ্য ইনিংস ব্যবধানে জয় পাওয়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ হয়নি এই ওপেনারের।
প্রসঙ্গগত, চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ২২৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৪৪৪ রান তুলে বাংলাদেশ। ২১৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের বোলিং করতে নেমে সফকারীদের ১১১ রানেই অলআউট করে দেয় নাজমুল হোসেন শান্তর দল। এতে ইনিংস ও ১০৬ রানের বড় ব্যবধানে জয় পায় স্বাগতিকরা।
ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৫/বিটি
