Connect with us
ফুটবল

এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত সমাপ্তি, অপরাজিত থাকলো বাংলাদেশ

Team bangladesh football Win
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি- সংগৃহীত

এশিয়ান কাপ বাছাই পর্বে এক ম্যাচ আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তুর্কমেনিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতা। তবে সেটিকেও গুরুত্ব দিয়ে নিয়েছে পিটার বাটলারের দল। প্রথমার্ধেই ৭-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ শেষ করেছে একই ব্যবধানে, বড় জয়ের মধ্য দিয়ে বাছাইপর্বের মিশন শেষ করল লাল-সবুজের মেয়েরা।

এই জয়ে বাংলাদেশ হয়ে উঠেছে ‘সি’ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তারা জায়গা করে নিয়েছে ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে। বাছাইয়ে তিন ম্যাচে দলটি প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ১৬ বার, আর নিজে গোল খেয়েছে মাত্র একটিবার—মিয়ানমারের বিপক্ষে।

প্রথমার্ধেই গোলবন্যা

ম্যাচের ৩ মিনিটেই গোলের সূচনা করেন স্বপ্না রানী। এরপর শামসুন্নাহার ৬ ও ১৩ মিনিটে জোড়া গোল করে ব্যবধান বাড়ান। টানা আক্রমণে ১৬ মিনিটে গোল করেন মনিকা চাকমা, ১৭ মিনিটে ঋতুপর্ণা এবং ২০ মিনিটে তহুরা খাতুন। বিরতিতে যাওয়ার ঠিক আগে (৪২ মিনিটে) ঋতুপর্ণার দ্বিতীয় গোলে ৭-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা মেলেনি।


আরও পড়ুন

» তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই ৭ গোল দিল বাংলাদেশ

» কোয়ার্টারে হেরেও যেভাবে জিতে গেলেন ব্রাজিলিয়ান তরুণ তারকা


যদি দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও তিন গোল করতে পারত, তবে আন্তর্জাতিক অঙ্গনে সিনিয়র নারী দলের প্রথম ডাবল ডিজিট জয় এবং সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড গড়ার সুযোগ থাকত।

প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগিয়ে আত্মবিশ্বাসী পারফরম্যান্স

তুর্কমেনিস্তান এই বাছাইয়ে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। প্রথম ম্যাচেই স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে তারা হেরেছিল ৮-০ ব্যবধানে। আর আজকের ম্যাচে প্রথমার্ধেই সাত গোল হজম করে বসে।

বাংলাদেশও ছিল দারুণ ফর্মে। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচেই শক্তিশালী মিয়ানমারকে ২-১ ব্যবধানে পরাজিত করে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল তারা।

অতীত থেকে বর্তমান: একটি বড় উত্তরণ

গত দুই এশিয়ান কাপ বাছাই পর্ব ছিল বাংলাদেশের জন্য দুঃসহ স্মৃতি। কোনো ম্যাচেই জয়ের মুখ দেখেনি, বরং হজম করেছে বহু গোল। কিন্তু এবার দৃশ্যপট বদলে গেছে। টানা দুইবারের সাফ চ্যাম্পিয়ন দল এবার এশিয়ান মঞ্চেও প্রমাণ করেছে, তারা প্রস্তুত আরও বড় চ্যালেঞ্জের জন্য। বিশেষ করে নিয়মিত এশিয়ান কাপ খেলা মিয়ানমারকে হারানো ছিল বড় প্রাপ্তি।

ফেরার প্রস্তুতি ও সম্মাননা

বাংলাদেশ নারী ফুটবল দল আগামীকাল বিকেলে মিয়ানমার থেকে দেশের উদ্দেশে রওনা দেবে এবং মধ্যরাতে ঢাকায় পৌঁছাবে। বাফুফে গভীর রাতেই নারী ফুটবলারদের বিশেষ সম্মাননা জানানোর পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে।

ক্রিফোস্পোর্টস/০৫জুন২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল