Connect with us
ফুটবল

বাংলাদেশের ফুটবলে সুদিন ফিরছে, অপেক্ষা করছে যে চমক

Good times are returning to Bangladeshi football, a surprise awaits
বাংলাদেশ ফুটবল দল। ছবি- সংগৃহীত

সুদিন ফিরছে বাংলাদেশের ফুটবলে। সম্প্রতি হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর থেকে দেশের ফুটবলে রীতিমতো জোয়ার শুরু হয়েছে। ধীরে ধীরে জনপ্রিয়তা ফিরে পাচ্ছে দেশের ফুটবল। আর দর্শকের মাঠে টানতে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)।

গত মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। সেই ম্যাচ ঘিরে বাংলাদেশের সমর্থকদের উত্তেজনার কমতি ছিল না। তবে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ভারতের মাটিতে। তাই বাংলাদেশি দর্শকদের সামনে খেলার সৌভাগ্য হয়নি হামজার।

আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের মাটিতে অভিষেক হবে হামজার। আর তার পথ ধরেই বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন সামিত সোম ও ফাহমিদুল ইসলাম। সব ঠিক থাকলে এই ম্যাচ দিয়েই লাল-সবুজের জার্সিতে অভিষেক হতে পারে তাদের।

এই তিন ফুটবলারের আগমন ঘিরে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ঢাকায় তাদের খেলা দেখতে মুখিয়ে আছে সমর্থকেরা। আর দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দিতে চমক নিয়ে হাজির হচ্ছে বাফুফে

আরও পড়ুন :

» ভারতীয় এক ক্রিকেটারের বিরুদ্ধে আরেক ক্রিকেটারের মামলা

» দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র করল বাংলাদেশ, ম্যাচসেরা রাকিবুল 

১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ ঘিরে থাকবে বিভিন্ন আয়োজন, যা বাংলাদেশের সমর্থকেরা আগে দেখেনি। এমনকি দক্ষিণ এশিয়ায়ও যা আগে হয়নি। এমনটাই জানিয়েছেন বাফুফের সহ সহসভাপতি ফাহাদ করিম।

দেশের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ প্রসঙ্গে ফাহাদ বলেন, ‘এই ম্যাচটা বাংলাদেশ ফুটবলের জন্য একটা বিশেষ ম্যাচ। এই দিন থেকে নতুন করে পথ চলতে শুরু করবে দেশের ফুটবল । আমাদের বিশ্বাস, এই ম্যাচটা দর্শকেরা দারুণভাবে উপভোগ করবেন।’

সম্প্রতি দেশের ফুটবলের প্রতি দর্শকদের এত বেশি আগ্রহ দেখে ১০ জুনের ম্যাচে তাদেরকে এক ভিন্ন অভিজ্ঞতা দিতে চায় বাফুফে। দর্শকদের জন্য চমক রেখেছে বাফুফে। তবে চমকের বিষয়টা গোপনই রেখেছেন ফাহাদ।

তিনি বলেন, ‘দেশের ফুটবলের প্রতি দর্শকেরা বেশ আকৃষ্ট হয়েছেন। তাঁরা এখন নিয়মিত ফুটবল দেখছেন, খোঁজখবর রাখছেন। যারা ১০ জুনের ম্যাচ দেখতে আসবেন, তাদেরকে আমরা একটা ভালো অভিজ্ঞতা দিতে চাই। তাঁদের জন্য একটা চমক থাকবে। কিন্তু সেটা আমি এখন বলতে চাই না। তবে এতটুকু বলতে পারি, বাংলাদেশের স্পোর্টসে এমনকি দক্ষিণ এশিয়ায়ও এমন কিছু আগে হয়নি।’

হামজা আসার পর বাংলাদেশের দলের ব্র্যান্ড ভ্যালু অনেক বেড়েছে। দীর্ঘদিন পর কিট স্পন্সর পেয়েছে বাফুফে। বাংলাদেশের দলের স্পন্সর বেড়েছে। সম্প্রতি অফিশিয়াল বল পার্টনারও পেয়েছে হামজারা। তাছাড়া বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে প্রথমবারের মতো অনলাইন টিকিটিং পদ্ধতিতে প্রবেশ করছে বাফুফে। সব মিলিয়ে এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের ফুটবল।

ক্রিফোস্পোর্টস/২৩মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল