
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে প্রকাশিত হয়েছে হালনাগাদ আইসিসি র্যাঙ্কিং। এই সিরিজে পারফরম্যান্সের আলোকে উন্নতি হয়েছে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ, জাকের আলী ও মুমিনুল হকের।
অন্যদিকে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি উঠে এসেছেন বোলারদের শীর্ষ ১৫-এ।
মিরাজ দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেটের অলরাউন্ড পারফরম্যান্সের পাশাপাশি পুরো সিরিজে ১৫ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন।
জাকের আলী ব্যাটসম্যানদের মধ্যে ১০ ধাপ এগিয়ে ৫০তম, মুমিনুল হক ৫৩ থেকে ৪৮তম, এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এগিয়েছেন ৪ ধাপ।
আরও পড়ুন:
»সূর্য্যশকে নিয়ে কারেনের রসিকতা, এক ওভারে ২৬ রান! (ভিডিও)
»চেন্নাই-পাঞ্জাব: যার উইকেট পেয়ে হ্যাটট্রিকের চেয়েও বেশি খুশি চাহাল
তবে ব্যাটিংয়ে অবনতি ঘটেছে দুই অভিজ্ঞ ক্রিকেটার লিটন দাস (১ ধাপ) ও মুশফিকুর রহিম (৮ ধাপ)-এর।
সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে ব্লেসিং মুজারাবানি-র ক্ষেত্রে। সিরিজে ১২ উইকেট নিয়ে তিনি এখন ৭০০ রেটিং পয়েন্ট পেয়ে ১৪ ধাপ এগিয়ে বোলারদের মধ্যে ১৫তম স্থানে। এই রেটিংয়ে পৌঁছানো প্রথম জিম্বাবুইয়ান বোলার তিনি, ২০০১ সালে হিথ স্ট্রিকের পর।
এছাড়া দীর্ঘদিন পর র্যাঙ্কিংয়ে ফিরেছেন ওয়েলিংটন মাসাকাদজা।
ক্রিফোস্পোর্টস/১মে২৫/এসএ/এনজি
