Connect with us
ক্রিকেট

শঙ্কা কাটিয়ে সুখবর তামিমের, পাঁচ মাস পর ফিরছেন মাঠে

মাঠে ঘাম ঝরাচ্ছেন তামিম ইকবাল। ছবি- ফেসবুক

মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিলেন জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচের সময় মাঠেই হার্ট অ্যাটাক হয় তামিমের। তৈরি হয়েছিল চরম সংকটাপন্ন অবস্থা। তবে উন্নত চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে আবারও মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক এই অধিনায়ক।

তামিমের চাচা ও বিসিবি পরিচালক আকরাম খান জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি আসর খেলবেন তামিম। শুধু তামিম নয়, মাহমুদউল্লাহ-মুশফিকও খেলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাতীয় লিগের টি-টোয়েন্টি সংস্করণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকে। খেলা হবে বগুড়া, রাজশাহী ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই মাঠে। বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম জানান, আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়া তামিম, মাহমুদউল্লাহ ও সীমিত সংস্করণ ছেড়ে দেওয়া মুশফিকুর রহিম খেলবেন এই আসরে। তামিমের সঙ্গে কথা হয়েছে, তামিমও খেলবে।’



রাজশাহী বিভাগের মুশফিক জাতীয় লিগে এবার সিলেট বিভাগের হয়ে খেলতে চান বলে জানান আকরাম। তিনি বলেন, মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে। রিয়াদ সম্পর্কে আমাকে কিছু বলেনি মানে নির্বাচকদের বলেনি। কিন্তু খুব সম্ভবত ও খেলবে, খেলা উচিত।

জাতীয় লিগের টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসরের ম্যাচ ফি বাড়িয়েছে বিসিবি। ২৫ হাজারের ম্যাচ ফি এবারের আসরে হবে ৪০ হাজার টাকা।

উল্লেখ্য, গত ২৪ মার্চ সাভারের বিকেএসপিতে হার্ট অ্যাটাক হয় তামিমের। সেখানকার ফজিলাতুন্নেছা হাসপাতালের চিকিৎসকদের দক্ষতায় স্টেন্ট পরানো হয় তার হার্টে। পরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন এই ক্রিকেটার। চিকিৎসা নেন দেশের বাইরে গিয়েও।

ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট