
ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনা বড় ধাক্কা দিয়েছে ক্রিকেটে। বিশেষ করে চলমান আইপিএল ও পিএসএলে এর বড় প্রভাব পড়েছে। নিরাপত্তা শঙ্কায় আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করেছে বিসিসিআই। অন্যদিকে পিএসএল পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে।
পিএসএল খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে চলমান ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে সেখানে তাদের নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে। তব সব শঙ্কা কাটিয়ে আরব আমিরাতে যাচ্ছেন এই দুই টাইগার তারকা।
আজ (৯ মে) রাতে বিশেষ এক ফ্লাইটে পাকিস্তান থেকে দুবাইয়ে যাবেন নাহিদ-রিশাদরা। তাদের সঙ্গে অন্যান্য বিদেশি ক্রিকেটাররাও দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেবেন।
আরও পড়ুন:
» ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ নিয়ে ‘ধুম্রজাল’!
» ২০২৫ ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যারা
এর আগে বিকেলে এক ভিডিও বার্তায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, আজ রাতেই আরব আমিরাতে পাঠানো হবে নাহিদ-রিশাদদের। তিনি বলেন, ‘আপনারা জানেন আমাদের দুজন জাতীয় দলের খেলোয়াড় পাকিস্তানে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলছে। সাম্প্রতিক এই ঘটনার পর ক্রিকেট বোর্ড, ক্রিকেট অপারেশনস থেকে শাহরিয়ার নাফিস সার্বক্ষণিক যোগাযোগ করেছে। ওখানে শুধু আমাদের দেশের ক্রিকেটারই ছিলেন না, আরও অনেক বিদেশি ক্রিকেটার ছিল। তাই সবার জন্যই কীভাবে এটার সমাধান বের করা যায় যে চেষ্টাই চলছিল। সিদ্ধান্ত হয়েছে তারা আজকে চেষ্টা করবে যাতে সবাইকে কোনো নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া যায়।’
গতকাল (৮ মে) পিএসএলের ভেন্যু রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলা চালায় ভারত। এরপরই পিছিয়ে নেওয়া হয় গতকালের করাচি কিংস ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচটি। পরবর্তীতে এক ঘোষণায় টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার কথা জানায় পিএসএল কর্তৃপক্ষ। তবে টুর্নামেন্টের বাকি অংশের ম্যাচগুলোর সূচি এখনো প্রকাশিত হয়নি।
ক্রিফোস্পোর্টস/৯মে২৫/বিটি
