Connect with us
ক্রিকেট

শান্ত-লিটনদের পাকিস্তান সফর নিয়ে মিলল সুখবর

Good news about bangladesh's Pakistan tour
পাকিস্তান সফরের অনুমতি পেয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

আরব আমিরাত সিরিজ শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। তবে সাম্প্রতিককালে ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার কারণে বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে অনিশ্চয়তা কাটিয়ে মাঠে গড়াতে যাচ্ছে এই সিরিজ।

সিরিজ মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা কাটলেও নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে সরকারের অনুমতির প্রয়োজন ছিল। অবশেষে আজ (বৃহস্পতিবার) অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সফরের অনুমতি দেওয়া হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।

তিনি জানান, পাকিস্তান সফরের জন্য অনুমতি দিয়েছে সরকার। এখন ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া বিদেশি কোচদেরও সঙ্গেও আলোচনার বিষয় রয়েছে।

আরও পড়ুন:

» টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা, বাংলাদেশ কত পাচ্ছে?

» বিরাট কোহলিকে শ্রদ্ধা জানাতে সমর্থকদের অভিনব পরিকল্পনা! 

যদিও পিএসএল স্থগিত হওয়ার কারণে পূর্বনির্ধারিত সময়ে মাঠে গড়াচ্ছে না এই সিরিজ। স্থগিত হওয়া পিএসএল নতুন করে মাঠে গড়াবে ১৭ মে। আর ২৫ মে ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। আর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৫ মে শুরু হয়ে ৩ জুন শেষ হওয়ার কথা ছিল এই টি-টোয়েন্টি সিরিজ।

তবে নতুন সূচি অনুযায়ী সিরিজটি ২৭ মে শুরু হয়ে ৫ জুন শেষ হওয়ার কথা রয়েছে। ২৭ ও ২৯ মে প্রথম দুই টি-টোয়েন্টি এবং ১,৩ ও ৫ মে বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে আরবি আমিরাত সিরিজ খেলতে গতকাল ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। আগামী ১৭ এবং ১৯ মে সিরিজে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপরই পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

ক্রিফোস্পোর্টস/১৫মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট