Connect with us
ক্রিকেট

২৬৪.২৮ স্ট্রাইকরেটে করলেন রান, ছক্কার রেকর্ড স্বর্ণার

Player of the match_ Shorna Akter
রেকর্ড গড়া ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন স্বর্ণা আক্তার। ছবি- সংগৃহীত

নেপালে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে জয়রথ ছুটছে বাংলাদেশের। দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের উড়ন্ত সূচনার পর শারমিন আক্তার সুপ্তা ও সোবহানা মোস্তারির ব্যাটে ভর করে বড় সংগ্রহের ভিত পায় টাইগ্রেসরা। তবে শেষবেলায় মাঠের সব আলো কেড়ে নেন তরুণ অলরাউন্ডার স্বর্ণা আক্তার। তার বিধ্বংসী ব্যাটিংয়ে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়ে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

বিধ্বংসী স্বর্ণা ও নতুন রেকর্ড টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। ইনিংসের ১৬তম ওভারে ক্রিজে আসেন স্বর্ণা আক্তার। প্রথম চার বল দেখেশুনে খেললেও পঞ্চম বল থেকেই শুরু করেন তাণ্ডব। মাত্র ১৪ বলে ৩৭ রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি। ২৬৪.২৮ স্ট্রাইক রেটে সাজানো এই ইনিংসে ছিল ১টি চার ও ৪টি বিশাল ছক্কা।

স্বর্ণার এই ইনিংসটি বাংলাদেশের নারী ক্রিকেটে দুটি নতুন রেকর্ড গড়েছে; ১. আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড (৪টি)। ২. অন্তত ২৫ রানের ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্ট্রাইক রেট (২৬৪.২৮)। তিনি ভেঙেছেন ফাহিমা খাতুনের (২১৬.৬৬) রেকর্ড।



দলীয় রেকর্ডে রাঙানো জয় শুধু ব্যক্তিগত নয়, এদিন দলীয় ছক্কার রেকর্ডও নতুন করে লিখেছে বাংলাদেশ। স্বর্ণার ৪টি, সোবহানার ২টি এবং দিলারা ও জুয়াইরিয়ার ১টি করে ছক্কায় ম্যাচে মোট ৮টি ছক্কা হাঁকায় টাইগ্রেসরা, যা বাংলাদেশের জন্য একটি নতুন দলীয় রেকর্ড। ব্যাটিংয়ে দিলারা আক্তার ৩৫ (২৯ বল) ও সোবহানা মোস্তারি ৩৪ (২৪ বল) রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বোলারদের দাপট ১৬৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৩৮ রানেই থমকে যায় পাপুয়া নিউগিনি। বাংলাদেশের পক্ষে বল হাতে একটি করে উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, রিতু মনি, ফাহিমা, সোবহানা ও স্বর্ণা আক্তার। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রাখে বাংলাদেশ।

রেকর্ড গড়া ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন স্বর্ণা আক্তার

বাছাইপর্বের পরবর্তী ম্যাচগুলোতে বাংলাদেশ মুখোমুখি হবে নামিবিয়া ও আয়ারল্যান্ডের।

ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৬/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট