দীর্ঘদিন গোলশূন্যতা আর পারফরম্যান্স নিয়ে সমালোচনায় ছিলেন লামিনে ইয়ামাল। এল ক্লাসিকোতেও নিষ্প্রভ থাকা এই তরুণ অবশেষে জবাব দিলেন মাঠে। লা লিগায় এলচের বিপক্ষে বার্সেলোনাকে ৩–১ গোলের জয়ে এগিয়ে নিতে নবম মিনিটেই জালের দেখা পেয়েছেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বার্সেলোনার বাকি দুটি গোল করেছেন ফেরান তোরেস (১১ মিনিট) ও মার্কাস রাশফোর্ড (৬১ মিনিট)। এলচের হয়ে একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধে।
ম্যাচের শুরুতেই দারুণ ছন্দে খেলতে থাকে বার্সেলোনা। মাত্র দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় দলটি। নবম মিনিটে আলেহান্দ্রো বাল্দের পাস থেকে লামিনে ইয়ামাল নিচু শটে গোল করে দলকে এগিয়ে নেন। এর ঠিক দুই মিনিট পর বাঁ দিক থেকে ফের্মিন লোপেসের ক্রসে ফেরান তোরেস ডান পায়ে শট নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।
প্রথমার্ধের শেষের দিকে ম্যাচে ফেরে এলচে। আলভারো নুনেসের পাস থেকে রাফা মির দূরের পোস্ট লক্ষ্য করে শট নিয়ে গোল করেন, ফলে ব্যবধান কমে আসে ২–১ এ।
দ্বিতীয়ার্ধে এলচে সমতায় ফেরার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। উল্টো ৬০ মিনিটের দিকে ডান দিক থেকে আসা ক্রস নিয়ন্ত্রণ করে ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড গোল করেন, তাতেই ৩–১ ব্যবধানে জয় নিশ্চিত হয় বার্সেলোনার।
লা লিগায় এটি ইয়ামালের ৮০তম ম্যাচে ১৭তম গোল। ১৯ বছর হওয়ার আগে তার চেয়ে বেশি গোল আছে শুধু কিলিয়ান এমবাপ্পের ২৩টি।
তবে ইয়ামালের মতোই নজর কেড়েছেন ইংলিশ ফরোয়ার্ড রাশফোর্ড। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আসা এই খেলোয়াড় বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৬ গোল ও ৭টি অ্যাসিস্ট করেছেন।
ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, “রাশফোর্ডের পারফরম্যান্সে আমরা খুশি, তবে তার আরও ১–২টি গোল করার সুযোগ ছিল। সে এখন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমি তার মানসিকতা ও নিবেদন দুটিতেই সন্তুষ্ট।”
নিজের পারফরম্যান্স নিয়ে রাশফোর্ড বলেন, “আমি শুধু মাঠে সঠিক কাজগুলো করার চেষ্টা করি। আজ হয়তো কিছু জায়গায় সিদ্ধান্তে ভুল ছিল, কিন্তু দলের জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
এই জয়ের ফলে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের দুই নম্বরে রয়েছে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩০। আগামী ৫ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগার মাঠে নামবে বার্সেলোনা।
ক্রিফোস্পোর্টস/৩নভেম্বর২৫/টিএ