Connect with us
ক্রিকেট

গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, রংপুরের ম্যাচ কবে-কখন

GSL_Rangpur Riders
গ্লোবাল সুপার লিগে এবারও অংশ নেবে রংপুর রাইডার্স। ছবি- সংগৃহীত

আগামী জুলাইয়ে পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের। এবারের আসরেও ৫ টি দেশ থেকে ৫টি দল অংশ নেবে। গায়ানায় আগামী ১০ থেকে ১৮ জুলাই টুর্নামেন্টের ফাইনালসহ মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবারের আসরেও বাংলাদেশ থেকে অংশ নেবে রংপুর রাইডার্স। টুর্নামেন্টটির প্রথম আসরে অংশ নিয়েই শিরোপা ঘরে তুলেছিল ফ্রাঞ্চাইজি। এবার বিপিএলের চ্যাম্পিয়ন না হয়েও জিএসএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে রংপুর।

রংপুর ছাড়াও আসন্ন এই টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন, আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস এবং নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশের চ্যাম্পিয়ন সেন্ট্রাল স্ট্যাগস।

আরও পড়ুন :

» সৌম্যর চোটে কপাল খুলল মিরাজের

» লজ্জাজনক পরাজয়ে বিব্রতকর দুই বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ

ইতোমধ্যেই গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের সূচি প্রকাশিত হয়েছে। আগামী ১০ জুলাই স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে রংপুর রাইডার্স। এরপর ১৩ জুলাই নিজেদের দ্বিতীয় ম্যাচে হোবার্ট হ্যারিকেনের মুখোমুখি হবে দলটি।

রংপুর লিগ পর্বে তাদের শেষ দুইটি ম্যাচ খেলবে ১৬ ও ১৭ জুলাই। শেষ দুই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ যথাক্রমে দুবাই ক্যাপিটালস ও সেন্ট্রাল স্ট্যাগস।

জিএসএলের এবারের আসরেও কোনো প্লে-অফ পর্ব নেই। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে খেলবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে।

একনজরে রংপুর রাইডার্সের ম্যাচ সূচি (লিগ পর্ব):

 তারিখ   ম্যাচ   সময় (বাংলাদেশ) 
 ১০ জুলাই  রংপুর রাইডার্স বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স  রাত ৮টা
 ১৩ জুলাই  রংপুর রাইডার্স বনাম হোবার্ট হ্যারিকেন  ভোর ৫টা
 ১৬ জুলাই  রংপুর রাইডার্স বনাম দুবাই ক্যাপিটালস  ভোর ৫টা
 ১৭ জুলাই  রংপুর রাইডার্স বনাম সেন্ট্রাল স্ট্যাগস  ভোর ৫ টা

ক্রিফোস্পোর্টস/২২মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট