আইপিএল ২০২৬–এর মিনি নিলামে নাম তুলছেন না বলে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্ত জানান। ক্রিকেট বিশ্বে বড় নাম হিসেবে আন্দ্রে রাসেল ও ফাফ ডু প্লেসিসের পর নিলাম থেকে নিজের সরে দাঁড়ানোর কথা জানালেন ম্যাক্সওয়েল।
ম্যাক্সওয়েল লিখেছেন, দীর্ঘসময় ভেবে চিন্তে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আইপিএলে কাটানো সময়কে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি বলে উল্লেখ করেন তিনি। তিনি জানিয়েছেন, এই লিগ তাঁকে ক্রিকেটার হিসেবে যেমন গড়ে তুলেছে, তেমনি বদলে দিয়েছে মানুষ হিসেবেও। বিভিন্ন দলে খেলা, বিশ্বসেরা ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করা এবং ভারতের বিপুল সংখ্যক দর্শকের সামনে খেলাকে নিজের জন্য “অবিস্মরণীয় অভিজ্ঞতা” বলে আখ্যায়িত করেছেন তিনি।
গত মৌসুমে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন ম্যাক্সওয়েল। শ্রেয়াস আয়ারের নেতৃত্বে ও রিকি পন্টিংয়ের কোচিংয়ে মাঠে নামলেও আঙুলের চোটে মৌসুমের মাঝেই ছিটকে যান। ৪ কোটি ২০ লাখ রুপিতে দলে নিলেও সেই মৌসুমে ব্যাট হাতে মাত্র ৪৮ রান আসে তাঁর। ব্যাটিংয়ের চেয়েও বরং তাঁকে বেশি ব্যবহার করা হয় বোলিংয়ে।
আইপিএলে ম্যাক্সওয়েলের পথচলা শুরু ২০১২ সালে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে। পরের বছর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শিরোপাও জেতেন। ২০১৪–১৭ সময়টি কাটান পাঞ্জাবে। এরপর ২০২১ সালে ১৪ কোটি ২৫ লাখ রুপিতে তাঁকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
তবে ক্যারিয়ারজুড়ে এমন উজ্জ্বল সময়ের পাশাপাশি আছে হতাশাজনক মৌসুমও কেটেছে। যেমন ২০১৮ সালে দিল্লির হয়ে ১২ ম্যাচে করেছিলেন মাত্র ১৬৯ রান। ২০২৪ মৌসুম ছিল সবচেয়ে খারাপগুলোর একটি। নয় ইনিংসে মাত্র ৫২ রান করার পর মৌসুম শেষে তাকে ছেড়ে দেয় আরসিবি। সব মিলিয়ে আইপিএলে ১৪১ ম্যাচে ম্যাক্সওয়েলের রান ২,৮১৯, গড় ২৩.৮৮।
ম্যাক্সওয়েল বিদায়ের বার্তায় ভক্তদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আবার দেখা হবে।”
ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৫/টিএ