Connect with us
ক্রিকেট

দলের চাহিদা অনুযায়ী সব ভূমিকায় প্রস্তুত গ্লেন ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েল। ছবি - সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে নতুন ভাবে প্রস্তুত করছেন গ্লেন ম্যাক্সওয়েল। নিজের খেলায় নতুন মাত্রা যোগ করতে কঠোর অনুশীলনে মগ্ন রয়েছেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই দুই দেশের কন্ডিশন মাথায় রেখে পাওয়ারপ্লেতে বোলিংয়ের অনুশীলন করছেন তিনি। বিশেষ করে উপমহাদেশের শুকনো উইকেটে নতুন বলে স্পিনারদের বাড়তি সহায়তা পাওয়ার সম্ভাবনা দেখছেন ম্যাক্সওয়েল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য কেয়ার্নসে অবস্থান করছেন ম্যাক্সওয়েলরা। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে তিনি বলেন, ‘নতুন বলটা শক্ত থাকে, সিমও টাইট থাকে। শুকনো উইকেটে সেটা একটু বেশি গ্রিপ করতে পারে। পাওয়ারপ্লেতে স্পিন ব্যবহার নিয়ে আমরা ভেবে দেখতে পারি।’



যদিও পাওয়ারপ্লেতে বল করা তার কাছে নতুন কিছু নয়। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে, শুরুতেই রোহিত শর্মাকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা জয়ে তিনি বড় অবদান রাখেছিলেন।

ম্যাক্সওয়েল মজা করে বলেন, ‘আমি নিজেও অবাক হই যখন উইকেট পাই। তবে কাজটা হলো দলের চাহিদা অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া।’

বোলিংএর পাশাপাশি ব্যাটিংয়েও তিনি ভিন্ন ভিন্ন অর্ডারে খেলেন৷ চলমান সিরিজে প্রথম ম্যাচে নামেন ৭ নম্বরে, দ্বিতীয় ম্যাচে ব্যাট করেছেন ৫ নম্বরে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে চারবারই ওপেন করেছিলেন।

এই বিষয়ে তিনি বলেন, ‘আমি এখন আসলে শূন্যস্থান পূরণ করছি। হোক সেটা শুরুতে আকিল হোসেনের মতো বোলারকে সামলানো বা ইনিংসের শেষ দিকে বড় শট খেলা আমি যতটা সম্ভব অ্যাডাপটেবল থাকার চেষ্টা করছি।’

ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৫/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট