সম্প্রতি আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স কর্তৃক মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেবে না। বিকল্প ভেন্যু চেয়ে আইসিসির কাছে চিঠিও দিয়েছে বিসিবি। এবার বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে মুখ খুলেছেন বিপিএলের রাজশাহী ওয়ারিয়র্স এর কোচ হান্নান সরকার।
আগামীকাল রংপুরের বিপক্ষে রাজশাহীর ম্যাচ রয়েছে। সর্বশেষ চট্টগ্রামের বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলের চার নাম্বারে অবস্থান করছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচের আগেরদিন আজ গণমাধ্যমের মুখোমুখি হয় রাজশাহীর কোচ হান্নান সরকার।
সেখানে বিপিএলে টিমের প্রস্তুতির আলোচনায় এক পর্যায়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে ভারতে অংশগ্রহণের ব্যাপারেও প্রশ্ন করা হয়। ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত কি না এমন প্রশ্নের জবাবে হান্নান সরকার বলেন, আমার কাছে মনে হয় দেশ সবার উপরে। দেশকে আগে প্রাইরটি দিয়ে তারপর ক্রিকেট নিয়ে চিন্তা করতে হবে।
তিনি আরও বলেন, যারা বোর্ডে আছেন তারাও বাংলাদেশের নাগরিক। বিসিবি প্রেসিডেন্ট বুলবুল ভাই ইতিমধ্যেই ঘোষণা করেছেন বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ আগের অবস্থানেই অনঢ় আছেন। হান্নান সরকার মনে করেন, দেশের স্বার্থ বিবেচনায় নিয়েই তারা যেটা উপযুক্ত সিদ্ধান্ত মনে হবে সেটাই নিবেন।
উল্লেখ্য, আইপিএলের মিনি নিলামে দীর্ঘক্ষণ কাড়াকাড়ির পর রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ফিজের সঙ্গে সেই চুক্তি বেশ বড় এক অর্জন হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই কিছু হিন্দুত্ববাদী উগ্র সংগঠনের চাপে বিসিসিআইয়ের নির্দেশে ফিজকে ছাড়তে বাধ্য হয় কেকেআর।
এই ঘটনার পরই কড়া অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরানোর দাবিও জানানো হয় আইসিসির কাছে।
ক্রিফোস্পোর্টস/১০জানুয়ারি২৬/টিএ
