Connect with us
ক্রিকেট

বড় রেকর্ড গড়লেন গিল, ছাড়িয়ে গেলেন কোহলিকে

শুভমান গিল ও বিরাট কোহলি। ছবি- সংগৃহীত

অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজেই স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমান গিল। প্রথম দুটি টেস্টে করেছেন ৩টি সেঞ্চুরি, যার মধ্যে ২৬৯ রানের এক ঐতিহাসিক ইনিংসও রয়েছে। তবে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৬ রান করেই ফিরতে হয় তাকে। তবু রেকর্ড বইয়ে নাম তোলার দৌড় থামেনি।

লর্ডসে সেই ১৬ রানই তাকে এনে দিয়েছে নতুন কীর্তি- ইংল্যান্ডে কোনো এক টেস্ট সিরিজে ৬০০ রান করা প্রথম ভারতীয় অধিনায়ক এখন গিল। এই রান সংখ্যার মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন বিরাট কোহলিকে, যিনি ২০১৮ সালের ইংল্যান্ড সফরে অধিনায়ক হিসেবে করেছিলেন ৫৯৩ রান।

এই নজরকাড়া ধারাবাহিকতায় আইসিসি টেস্ট ব্যাটার র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বর স্থান ধরে রেখেছেন গিল। ব্যাট হাতে দায়িত্বশীলতা ও পরিণত মানসিকতার ছাপ রেখে চলেছেন তরুণ অধিনায়ক।


আরও পড়ুন:

»উইম্বলডনে ১১৪ বছর পর এমন ঘটনা, নতুন রানি সিওটেক

»ক্লাব বিশ্বকাপ ফাইনালসহ আজকের খেলা (১৩ জুলাই ২৫)


দ্রাবিড়ের রেকর্ডের খুব কাছাকাছি

তবে এক রানে পিছিয়ে রয়েছেন আরেক কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের থেকে। ২০০২ সালের ইংল্যান্ড সফরে দ্রাবিড় করেছিলেন ৬০২ রান। গিলের সংগ্রহ এখন ৬০১। সামনের ইনিংসে মাত্র ২ রান করলেই তিনি দ্রাবিড়কেও ছাড়িয়ে যাবেন।

জয়সওয়ালের শীর্ষে থাকলেও নজরে গিল

এক টেস্ট সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড এখন যশস্বী জয়সওয়ালের দখলে- ২০২৪ সালের এই সিরিজেই তিনি করেছেন ৭১২ রান, দুইটি ডাবল সেঞ্চুরির মাধ্যমে। সেই রেকর্ডে পৌঁছানো যদিও কঠিন, তবু গিলের ফর্ম ও নেতৃত্ব ভবিষ্যতের সম্ভাবনার দিকেই ইঙ্গিত দিচ্ছে।

ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট