ইনজুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ম টেস্টের ২য় ইনিংসে ব্যাট করতে পারেননি অধিনায়ক শুভমান গিল। ছিটকে গেছেন ২য় টেস্ট থেকেও। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলারও সম্ভাবনা নেই গিলের। এবার আরো দুংসবাদ ভারতের জন্য, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
গিলের ঘাড়ে এখনও ব্যথা এখনো রয়েছে। ২০২৫ সালে আর মাঠে দেখার সম্ভাবনা নেই এই ভারতীয় ওপেনারের। ঘাড়ের সমস্যার জন্য বেশ কিছু দিন বিশ্রামে থাকতে হবে তাকে। ইতোমধ্যেই বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে তার। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, পেশি সংক্রান্ত কোনও সমস্যা হয়েছে। কিন্তু তেমনটি দেখা যায়নি।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গিলের সমস্যা স্নায়ুর। ব্যথা কমানোর ইঞ্জেকশন দিতে হয়েছে, আরও কিছু দিন চিকিৎসা চলতে পারে তার। এর পর শুরু হবে রিহ্যাব।
রিহ্যাবে বেশ কিছুদিন সময় লাগায় আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আবারো মাঠে ফিরতে পারেন ২৬ বছর বয়সী এই ভারতীয় অধিনায়ক।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘গিলকে ইঞ্জেকশন দিতে হচ্ছে। বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। চিকিৎসা শেষ হওয়ার পর কিছু দিন বিশ্রাম নিতে হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তার খেলার সম্ভাবনা কম।’
কলকাতা টেস্টের সময় ঘাড়ে চোট অনুভব করেন গিল। ম্যাচের দ্বিতীয় দিন সকালে তার ঘাড় শক্ত হয়ে যায়। সে দিন ব্যাট করতে নামলেও ৩ বল খেলেই উঠে যেতে হয় তাকে। ইডেন গার্ডেন থেকে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার এক হাসপাতালে। বর্তমানে মুম্বাইয়ে তার চিকিৎসা চলছে।
গিলের অনুপস্থিতিতে কলকাতা টেস্টের ২য় ইনিংসে ভারতকে গুঁড়িয়ে দিয়েছিল প্রোটিয়ারা। ১২৪ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯৩ রানেই থেমে যায় ভারতের ইনিংস।
গুয়াহাটিতে সিরিজের ২য় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া প্রোটিয়ারা ১ম ইনিংসে মুথুসামির সেঞ্চুরিতে ৪৮৯ রান তুলেছে। ২য় দিন শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৯ রান।
ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৫/এআই