
বর্তমান যুগে ভারতের অন্যতম তারকা ক্রিকেটার শুভমান গিল। সাবেক কিংবদন্তী শচীন টেন্ডুলকারের নানা রেকর্ডে নিজের ভাগ বসিয়ে সক্ষমতার জানান দিয়ে এসেছেন তিনি। তবে এবার আইপিএলের বিব্রতকর এক রেকর্ড গড়েছেন গিল। সেখানেও অবশ্য একমাত্র ক্রিকেটার হিসেবে এতদিন নাম ছিল শচীনের।
গতকাল আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল গিলের গুজরাট টাইটান্স। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এদিন গুজরাটের প্রয়োজন ছিল ১৯ ওভারে ১৪৭ রান। যেখানে ওপেনিংয়ে নেমে ৪৬ বল মোকাবেলায় মাত্র ৪৩ রান করেন অধিনায়ক শুভমান গিল। আর এতেই সেই বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।
কেননা আইপিএল ইতিহাসে রান তাড়া করতে নেমে ৪০-এর অধিক রান করা কোন অধিনায়কের স্ট্রাইকরেট ১০০-এর নিচে, এমন উদাহরণ এর আগে ছিল মাত্র দুটি। আর দুবারই ছিল শচীন টেন্ডুলকারের। এবার সেই তালিকায় নিজের নাম লেখালেন শুভমান গিল।
আরও পড়ুন:
» ৭ গোলের নাটকীয় ম্যাচে বার্সাকে কাঁদিয়ে ফাইনালে মিলান
» বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ আজকের খেলা (৭ মে ২৫)
তবে শেষ পর্যন্ত সমালোচনার তীর থেকে বেঁচে গেছেন এই ভারতীয় ক্রিকেটার দলের জয়ের বদৌলতে। যদিও তার এমন ধীরগতির ব্যাটিংয়ে শেষ পর্যন্ত বিপদেই পড়তে যাচ্ছিল তার দল গুজরাট। তবে ইনিংসের শেষ বলে গিয়ে জয় নিশ্চিত করে গিলের দল।
আইপিএলে রান তাড়া করতে নেমে অধিনায়কদের ইনিংসে সর্বনিম্ন স্ট্রাইকরেট (কমপক্ষে ৪০ রান)
৯২.০০ – শচীন টেন্ডুলকার বনাম দিল্লি ক্যাপিটালস, ২০১১
৯৩.০২ – শচীন টেন্ডুলকার বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, ২০০৮
৯৩.৪৭ – শুভমান গিল বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, ২০২৫
শুভমান এবং শচীনের এই তিন ইনিংস ছাড়া আর কোনো অধিনায়ক আইপিএলে ১০০-এর নিচে স্ট্রাইকরেট রেখে ৪০ রান করেননি। তবে মজার বিষয় এর মধ্যে কোন ম্যাচেই পরাজিত হয়নি তাদের দল।
ক্রিফোস্পোর্টস/৭মে২৫/এফএএস
