Connect with us
ফুটবল

বিশ্বকাপে টিকে থাকার কঠিন লড়াইয়ে জার্মানি

জার্মানি ফুটবল দল
জার্মানি ফুটবল দল। ছবি: সংগৃহীত

ফুটবলের ইতিহাসে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি মানেই ছিল ভয়ের নাম। কিন্তু সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান বলছে ভিন্ন গল্প। সর্বশেষ চার ম্যাচে মাত্র একটি জয় এটাই বুঝিয়ে দেয় ইউরোপিয়ান জায়ান্টদের নাজুক অবস্থার বাস্তবতা। বিশ্বকাপ বাছাইপর্বে সরাসরি টিকেট নিশ্চিত করতে এখন নিজেদের পুরনো ছন্দ খুঁজে পাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই জার্মানদের সামনে।

আগামী ১০ অক্টোবর বাছাইপর্বে লুক্সেমবার্গের বিপক্ষে মাঠে নামবে জার্মানি। এর তিন দিন পর প্রতিপক্ষ নর্দান আয়ারল্যান্ড। দুই ম্যাচের জন্য বৃহস্পতিবার ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন হেড কোচ জুলিয়ান নাগেলসম্যান। গত মাসেই নর্দান আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা তিন ম্যাচের হারের পর জয় পায় দলটি। এবার সেই সাফল্য ধরে রাখতে বদ্ধপরিকর জার্মানরা।

বর্তমানে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে জার্মানি। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে নর্দান আয়ারল্যান্ড। আর দুটিতেই জিতে ৬ পয়েন্টে শীর্ষে স্লোভাকিয়া। নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আর রানার্সআপ দলগুলোর জন্য অপেক্ষা করছে কঠিন প্লে-অফের ধাপ।



এই পরিস্থিতিতে সামনে থাকা দুই ম্যাচই জয়ের জন্য বেঁধে নিয়েছেন নাগেলসম্যান। স্কোয়াড ঘোষণার পর তিনি বলেন, “সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে আমাদের দুটি ম্যাচেই জিততে হবে। কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই, তবুও দলকে লড়াই করার মতো মানসম্পন্ন মনে করি।”

দলে এবার চোটের কারণে নেই রিয়াল মাদ্রিদের নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক আন্তোনিও রুডিগার ও বায়ার্ন মিউনিখের প্রতিশ্রুতিশীল উইঙ্গার জামাল মুসিয়ালা। তবে কিছুটা স্বস্তি এনে দিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার নিকো শ্লটারবেকের ফেরা।

এই পথচলায় জার্মানির চ্যালেঞ্জ ছোট নয়। বাছাই অভিযান শুরু হয়েছিল স্লোভাকিয়ার বিপক্ষে অপ্রত্যাশিত ২-০ হারে। তার আগে উয়েফা নেশন্স লিগের ফাইনালসে ফ্রান্স ও পর্তুগালের বিপক্ষেও হার দেখেছিল তারা। এমন হতাশাজনক ধারা থেকে বেরিয়ে আসতে পারলেই কেবল আবারও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

একসময়ের অপরাজেয় জার্মানি এখন দাঁড়িয়ে টিকে থাকার লড়াইয়ে। সামনে দুটি ম্যাচ তাই কেবল বাছাইয়ের নয়, বরং সম্মান বাঁচানোরও লড়াই।

ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল