মাত্র ৩৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন জার্মান ফুটবলার সেবাস্তিয়ান হার্টনার (১ মে ১৯৯১ – ২১ ডিসেম্বর ২০২৫)। উত্তর মন্টেনেগ্রোর সাভন কুক স্কি রিসোর্টে ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
জার্মান পঞ্চম বিভাগের ক্লাব ইটিএসভি হামবুর্গের লেফট-ব্যাক হার্টনার স্কিইংয়ের সময় একটি চেয়ারলিফট থেকে প্রায় ৭০ মিটার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
জার্মান সংবাদমাধ্যম বিল্ড-এর খবরে জানানো হয়, একটি চেয়ার কেবল থেকে খুলে গিয়ে হঠাৎ পাশের দিকে কাত হয়ে পড়ে। যে পাশে হার্টনার বসেছিলেন, সেদিকেই লিফটটি হেলে পড়ে এবং একপর্যায়ে তিনি নিচে পড়ে যান। দুর্ঘটনায় তার স্ত্রীও গুরুতর আহত হন। চেয়ারের সঙ্গে আটকে পড়ে তার পা ভেঙে যায়।
একসময় জার্মানির অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে খেলেছেন হার্টনার। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বর্তমান ক্লাব ইটিএসভি হামবুর্গ।
এক বিবৃতিতে ক্লাবটি জানায়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, ছুটিতে থাকার সময় আমাদের অধিনায়ক সেবাস্তিয়ান হার্টনার একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন। আমরা হতবাক ও গভীরভাবে শোকাহত। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।
এদিকে ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। ওই সময় আরও তিনজন পর্যটক আহত হন। নিরাপত্তাজনিত কারণে সংশ্লিষ্ট স্কি লিফট স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সেবাস্তিয়ান হার্টনারের ক্যারিয়ার
পেশাদার ক্যারিয়ারে হার্টনার স্টুটগার্টের যুব দল থেকে উঠে আসেন। পরে তিনি শালকে (রিজার্ভ দল), ১৮৬০ মিউনিখ, এরৎসগেবির্গে আয়ে, ডার্মস্টাড্ট, লুবেক, তুর্কগুচু মিউনিখ, বিএফসি ডায়নামো এবং টেউটোনিয়ার হয়ে খেলেছেন। জার্মানির দ্বিতীয় বিভাগে তিনি মোট ৯৫টি ম্যাচ খেললেও শীর্ষ লিগে অভিষেকের সুযোগ পাননি।
ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৫/এসএ

