
তাসকিন আহমেদের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ তুলে নিয়েছেন তার সিফাতুর রহমান সৌরভ। এর আগে অভিযোগ ৪৮ ঘণ্টার জন্য মুলতবি রাখার আবেদন করেছিলেন তিনি।
চলতি মাসের ২৮ তারিখ রাতে মিরপুরের সনি সিনেমা হলের সামনে তাকে ডেকে নিয়ে মারধোর করেন। একই সময়ে তাকে হুমকিও দেওয়া হয়। এই মর্মে সৌরভ মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে তাসকিন শুরু থেকেই অভিযোগ অস্বীকার করেন।
পরে দুই পরিবারের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়। একই সাথে মুসলেকা নিয়ে অভিযোগ তুলে নেওয়া হয়।
আরও পড়ুন:
টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস!
আইসিসির নতুন র্যাঙ্কিং প্রকাশ, মুস্তাফিজ-জাকেররা কে কোথায়?
অভিযোগকারী সৌরভ গণমাধ্যমকে বলেন, দুই পরিবার মিলে মুচলেকার পর অভিযোগ তুলে নেওয়া হয়েছে। মিউচুয়াল হয়ে গেছে এখন।
তাসকিনের বিরুদ্ধে অভিযোগ তোলা বন্ধু সিফাতুর রহমান সৌরভ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘দুই পরিবার মিলে মুচলেকার পর অভিযোগ তুলে নেওয়া হয়েছে। মিউচুয়াল হয়ে গেছে এখন। বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। সেখান থেকেই (ঝামেলার) সূত্রপাত হয়।
তিনি আরও বলেন, আজকে আমরা পারিবারিকভাবে মিলে সমাধান করা হয়েছে। অভিযোগ দেওয়ার পরে তাসকিন ও তার পরিবারের সঙ্গে কথা হয়।
ক্রিফোস্পোর্টস/৩১ জুলাই ২৫/এমএ
