Connect with us
ক্রিকেট

বাংলাদেশ দল নিয়ে বুলবুল কে গৌতম গম্ভীরের পরামর্শ

Bulbul and Gautam
বুলবুল ও গৌতম গম্ভীর। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান ফাইনালের মধ্য দিয়ে এবারের এশিয়া কাপের পর্দা নেমেছে গতকাল। ফাইনালে অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ফাইনাল শেষে বুলবুল এর কাছে বাংলাদেশ দল নিয়ে মন্তব্য করেছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। 

ফাইনাল শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, ‘এটা ভালো সুযোগ ছিলো আমাদের ফাইনাল খেলার, আমাদের সেই যোগ্যতাও ছিলো। তারপরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। দলটা তরুণদের নিয়ে গড়া এবং প্রতিদিন উন্নতি করছে।’ গৌতম গাম্ভীরের পরামর্শ নিয়ে বলেন, ‘মাত্রই সে  আমাকে একটা পরামর্শ দিলেন, আমাদের ব্যাটিং টা নিয়ে যেন একটু কাজ করা হয়। আমিও তার সাথে একমত।’

সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে আশা জাগিয়েও হেরে যায় বাংলাদেশ। ফলে এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন ধুলিস্যাৎ হয় টাইগারদের। এ বিষয়ে বুলবুল বলেন, ‘আমরা দ্বিতীয় রাউন্ডে যেভাবে এসেছি এবং শ্রীলঙ্কার সাথে জিতেছি, এরপর ভারত-পাকিস্তান দুই দলের সাথেই জেতা উচিৎ ছিলো। আফসোস নেই, পারফরম্যান্সে আমি গর্বিত।’



বুলবুল আরো বলেন, ‘গত ৪ মাসের পারফরম্যান্স দেখেন, পাকিস্তানের কাছে হেরেছি। শ্রীলঙ্কার সাথে ঘুরে দাঁড়িয়েছি, পাকিস্তান-নেদারল্যান্ডসের সাথে হোমে জিতেছি। সামনে আফগান সিরিজ আছে, ২৬ এ বিশ্বকাপের ভালো প্রস্তুতি। কিছু ভুল আমরা করছি। এগুলো যেন আর না হয়, উন্নতির ধারা অব্যাহত থাকে।’

ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট