Connect with us
ফুটবল

ম্যানইউকে গার্নাচোর হুশিয়ারি, চেলসিতে যেতে মরিয়া আর্জেন্টাইন ফরোয়ার্ড

আলেহান্দ্রো গার্নাচো। ছবি - সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন আলেহান্দ্রো গার্নাচো। ২০২৮ সালের জুন মাস পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে চুক্তি রয়েছে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন চেলসিতে বিক্রি না করলে অন্তত ছয় মাস বা এক বছর মাঠে নামবেন না।

ইতালির ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর বরাত দিয়ে জানা গেছে, গার্নাচো এই বার্তা পৌঁছে দিয়েছেন ক্লাব কর্তৃপক্ষের কাছে।

এমনিতেই সাম্প্রতিক সময়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। ভেপ হাতে তার একটি ছবি ফাঁস হয়ে সমালোচনার ঝড় ওঠে।



ইউরোপা লিগ ফাইনালে কম সময় খেলার জন্য প্রকাশ্যে কোচকে সমালোচনা করেছিলেন তিনি। এর জেরে যুক্তরাষ্ট্র প্রাক মৌসুম সফরে কোচ রুবেন আমোরিমও তাকে দলে রাখেননি। প্রকাশ্যে কোচকে সমালোচনা করার পর থেকেই সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।

গত ৩০ মে হংকংয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে শেষ বার মাঠে নেমেছিলেন গার্নাচোর।
এরপরেই ইউনাইটেড আক্রমণভাগে বড় পরিবর্তন আসে।

রাসমুস হইলুন্ডকে ধারে পাঠানো হতে পারে এসি মিলানে, মার্কাস রাশফোর্ড যান বার্সেলোনায়, আর দলে ভেড়ে বেঞ্জামিন সেসকো, মাথ্যুস কুনহা ও ব্রায়ান এমবেউমো। ফলে গার্নাচোর অবস্থান আরও অনিশ্চিত হয়ে পড়ে।

অপর দিকে চেলসি গার্নাচোর জন্য আলোচনায় গতি এনেছে। খেলোয়াড় ইতোমধ্যে ব্যক্তিগত শর্তে রাজি হয়ে গেছেন এবং লন্ডনের ক্লাবেই খেলতে চান। দুই ক্লাবের মধ্যে প্রায় ৪০ মিলিয়ন পাউন্ডে চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২২ সালের এপ্রিলে ইউনাইটেডের সিনিয়র দলে অভিষেকের পর থেকে ১৪৪ ম্যাচে ২৬ গোল ও ২২ অ্যাসিস্ট করেছেন গার্নাচো। এর পাশাপাশি জিতেছেন এফএ কাপ ও ২০২৩ সালের লিগ কাপ।

ক্রিফোস্পোর্টস/১২আগস্ট২৫/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল