Connect with us
ক্রিকেট

১৫ বছর পর বিসিবির সঙ্গে সম্পর্কের ইতি ঘটছে গামিনির

Gamini De Silva
গামিনি ডি সিলভা। ছবি- সংগৃহীত

ক্রিকেটে সচরাচর খুব একটা শোনা যায় মাঠের কিউরেটরদের নিয়ে আলোচনা। অনেকটা নিভৃতেই কাজ করে যান উইকেটের দায়িত্বে থাকা এই চরিত্রগুলো। তবে এক্ষেত্রে ব্যাতিক্রম ছিলেন লঙ্কান গামিনি ডি সিলভা। লম্বা সময় বিসিবির সঙ্গে যুক্ত এই কিউরেটর মিরপুরের মাঠ ব্যবস্থাপনার মাধ্যমে নিয়মিত এসেছেন আলোচনা-সমালোচনায়। এবার ছিন্ন হচ্ছে তার বিসিবির সঙ্গে সম্পর্ক।

এর আগে ২০১০ সালে বিসিবির পিচ কিউরেটর হিসেবে যোগ দেন গামিনি। তার অধীনে মিরপুরের উইকেট বারবার সমালোচিত হয়েছে মন্থরগতির কারণে। যার কারণে দেখা মিলত না ব্যাট-বলের প্রতিদ্বন্দ্বিতার। শেষ পর্যন্ত গেল মাসেই তাকে মিরপুর থেকে সরিয়ে পাঠানো হয়েছিল রাজশাহীতে। তবে সেখানেও টিকতে পারলেন না এই পিচ কিউরেটর।

গামিনির সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল করেছে বিসিবি। আগামীকাল (২ নভেম্বর) চুক্তির কাগজপত্র বুঝিয়ে দেয়া হবে তাকে। গণমাধ্যমকে বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, গামিনিকে এখনই সরিয়ে দেওয়া হলেও ২ মাসের বেতন দিতে হচ্ছে। কেননা তার চুক্তির মেয়াদ এখনও ৬ মাস বাকি। ২ মাসের নোটিশ পিরিয়ডে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।



গামিনির বিদায় নেয়াটা অবশ্য সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কেননা গত আগস্টে টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে অস্ট্রেলিয়ান পিচ বিশেষজ্ঞ টনি হেমিংকে নিয়োগ দেয় বিসিবি। এরপর থেকেই তিঁনি মিরপুরে কাজ শুরু করেছেন। উইকেটের মানোন্নয়ন এবং স্থানীয় কিউরেটরদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বও তার ওপর অর্পিত হয়েছে।

ক্রিফোস্পোর্টস/১নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট