Connect with us
অন্যান্য

দেশের ইতিহাসে সর্ববৃহৎ গেমিং আসরের ঘোষণা দিল ফ্রি ফায়ার

ছবি - সংগৃহীত

দেশের গেমিং জগতে এক নতুন মাত্রা যোগ করতে চলেছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ ২০২৫ (FFWS BD 2025)। আন্তর্জাতিক গেম ডেভেলপার প্রতিষ্ঠান গারেনা দেশের ইতিহাসে সর্ববৃহৎ গেমিং আসর আয়োজনের ঘোষণা দিয়েছে।

এই আসরের প্রাইজ মানি ধরা হয়েছে ৬৬ লাখ টাকা। যা বাজেটের দিক দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় গেমিং আসর। এই প্রতিযোগিতা দেশীয় গেমারদের আন্তর্জাতিক মঞ্চে পা রাখার দরজা খুলে দিচ্ছে।

এই আসরে বিজয়ী দুই দল পরবর্তীতে দেশকে প্রতিনিধিত্ব করবে। বিয়য়ী দুই দল অংশ নিবে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল ফাইনাল ২০২৫-এ।



চলতি মাসের ১৮ তারিখ থেকে শুরু হচ্ছে বাছায়পর্ব। এতে অংশ নিবে ১৮টি দল। যারা তিন সপ্তাহব্যাপী নানা ধাপে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ৩ ও ৪ অক্টোবর।

গারেনার পক্ষ থেকে জানানো হয়েছে, টিম আরএইচকে ও টিম জেবি সরাসরি মূলপর্বে অংশ নিচ্ছে। তাদের পারফরম্যান্স নিয়ে এরইমধ্যে ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়েছে।

বিশ্লেষকদের মতে, তরুণ প্রজন্মের গেমিং দক্ষতা বিকাশ এবং দেশের গেমিং ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্রিফোস্পোর্টস/১৬আগস্ট২৫/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য