
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্যালন ডি’অর এর মঞ্চে শেষ হাসি হাসলেন উসমান দেম্বেলে। রাইমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জ্যাঁ পিয়েরে পাপিন, জিনেদিন জিদান ও করিম বেনজেমার পর ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন এই পিএসজি তারকা। এই ৬ ফরাসি ফুটবলার মিলে ব্যালন ডি’অর জিতেছেন মোট ৮ বার, যেখানে মিশেল প্লাতিনি একাই জিতেছেন ৩ বার আর বাকিরা ১ বার করে।
দেম্বেলের ব্যালন ডি’অর জেতার মধ্য দিয়ে দেশ হিসেবে সর্বোচ্চ ব্যালন ডি’অর জয়ে আর্জেন্টিনার পাশে নাম বসলো ফ্রান্সের। দুই দেশের ফুটবলারদের ব্যালন ডি’অর রয়েছে সমান ৮ টি করে।
দুই দেশেরই ব্যালন ডি’অর এর সংখ্যা ৮ হলেও এর মাঝে রয়েছে বিস্তর পার্থক্য। ফ্রান্সের ৬ ফুটবলার মিলে জেতা ৮ ব্যালন ডি’অর এর বিপরীতে আর্জেন্টিনার হয়ে মেসি একাই জিতেছেন রেকর্ড ৮ ব্যালন ডি’অর।
মেসি প্রথমবার ব্যালন ডি’অর জেতেন ২০০৯ সালে, এরপর ২০১০, ২০১১ ও ২০১২ সালেও জেতেন ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের এই ট্রফি। এরপর ২০১৫ সালে পঞ্চম ব্যালন ডি’অর জেতেন মেসি। পরবর্তীতে ২০১৯, ২০২১ ও ২০২৩ সালে জেতেন ব্যালন ডি’অর।
বিপরীতে ফ্রান্সের হয়ে ১৯৫৮ সালে প্রথম ব্যালন ডি’অর জেতেন রাইমন্ড কোপা। এরপর ১৯৮৩, ১৯৮৪ এবং ১৯৮৫ সালে হ্যাটট্রিক ব্যালন ডি’অর জেতেন মিশেল প্লাতিনি। ১৯৯১ সালে ব্যালন ডি’অর জেতেন জ্যাঁ পিয়েরে পাপিন। ১৯৯৮ সালে এই ট্রফি জেতেন ফরাসী কিংবদন্তি জেনেদিন জিদান। এরপর দীর্ঘ বিরতি দিয়ে ২০২২ সালে এই ট্রফি জেতেন করিম বেনজেমা।
দেশ হিসেবে ফ্রান্স ও আর্জেন্টিনার পর যৌথভাবে দ্বিতীয় স্থান আছে জার্মানি, নেদারল্যান্ডস এবং পর্তুগাল। তিন দলই জিতেছে সমান ৭ ব্যালন ডি’অর। পর্তুগালের হয়ে একাই পাঁচ বার ব্যালন ডি’অর জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচটি করে ব্যালন ডি’ওর যেতে তালিকায় তিন নম্বরের রয়েছে যৌথভাবে ব্রাজিল ও ইতালি। ব্রাজিলের হয়ে দুইবার ব্যালন ডি’অর জিতেছেন রোনালদো নাজারিও।
ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৫/এফএএস
