Connect with us
ফুটবল

চমক রেখে ফ্রান্সের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

ফ্রান্স জাতীয় ফুটবল দল
ফ্রান্স জাতীয় দল

আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচ সামনে রেখে দল ঘোষণা করেছে ফ্রান্স। তারকায় ভরপুর দল হলেও এবার কোচ দিদিয়ের দেশমকে চোট নিয়ে বেশ ভাবতে হচ্ছে। চোটাক্রান্ত অবস্থায়ও ২০২৬ বিশ্বকাপ নিশ্চিতের লড়াইয়ে নামছে এমবাপের নেতৃত্বাধীন দলটি।

এর আগে চোটের কারণে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডার অঁরেলিয়ে চুয়ামেনি। তাঁর জায়গায় প্রায় এক বছর পর ফিরেছেন এনগালো কান্তে। ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার এখন সৌদি ক্লাব আল ইত্তিহাদে খেলছেন। জাতীয় দলের হয়ে শেষবার খেলেছিলেন ২০২৩ সালের নভেম্বরে, নেশন্স লিগে ইসরায়েলের বিপক্ষে।

এদিকে চোটের কারণে বাদ পড়েছেন পিএসজিতে খেলা দুই তারকা উসমান দেম্বেলে ও দিজিরে দুয়েকে। বিশেষ করে দেম্বেলের অনুপস্থিতিতে হতাশ ফরাসি কোচ দেশম। তিনি বলেছেন, “দেম্বেলের জন্য খারাপ লাগছে। গত মৌসুমে সে দারুণ ফর্মে ছিল, কিন্তু এখন বারবার চোটে পড়ছে। তাকে ছাড়া দল অসম্পূর্ণ।”



অনেক তারকা খেলোয়াড় না থাকলেও যথেষ্ট শক্তিশালী দলই ঘোষণা করেছে ফ্রান্স। আক্রমণভাগে অধিনায়ক কিলিয়ান এমবাপের সঙ্গে থাকছেন ক্রিস্টোফার এনকুনকু, ব্র্যাডলি বারকোলা ও হুগো একিতিকে। মার্কাস থুরামকে এবার স্কোয়াডের বাইরে রেখে জায়গা পেয়েছেন র‌্যান্ডাল কোলো মুয়ানি। মাঝমাঠে আছেন কান্তে, কামাভিঙ্গা ও পিএসজির তরুণ সেনসেশন ওয়ারেন জাইরে-এমেরি।

আগামী শুক্রবার (১৪ নভেম্বর) ইউক্রেন এবং ১৬ নভেম্বর আজারবাইজানের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এখন পর্যন্ত চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে। সমান ম্যাচ খেলে ইউক্রেনের পয়েন্ট ৭, আইসল্যান্ডের ৪ এবং আজারবাইজানের ১ পয়েন্ট।

ফ্রান্সের স্কোয়াড
গোলরক্ষক: মাইক মাইগনান, ব্রাইস সাম্বা, লুকাস শ্যাভেলিয়ার
ডিফেন্ডার: থিও ও লুকাস হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো, মালো গুস্তো, লুকাস দিগনে
মিডফিল্ডার: এনগালো কান্তে, এদুয়োর্দো কামাভিঙ্গা, মানু কোনে, মাইকেল ওলিসে, ওয়ারেন জাইরে-এমেরি
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপে, ক্রিস্টোফার এনকুনকু, র‌্যান্ডাল কোলো মুয়ানি, হুগো একিতিকে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চারকি, জিন-ফিলিপে মাতেতা, মাঘনেস আকলিউচে

ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল