ভারতে হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র দলের জন্য নতুন করে জটিলতা তৈরি হয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের চার ক্রিকেটার ভারতীয় ভিসা পাননি বলে জানা গেছে। ভিসা না পাওয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন দলের পেসার আলী খান।
সোমবার নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম স্টোরিতে আলী খান জানান, তিনি এখনো ভারতের ভিসা পাননি। এর পরপরই ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক গণমাধ্যম জানায়, শুধু আলী খান নন যুক্তরাষ্ট্রের আরও তিন ক্রিকেটার শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল ও মোহাম্মদ মোহসিনও ভিসা জটিলতায় পড়েছেন।
টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কা সফরে থাকা যুক্তরাষ্ট্রের ১৮ সদস্যের স্কোয়াডে আছেন এই চারজন। তবে ভিসা না পাওয়ায় ভারতের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে তাঁদের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এই চার ক্রিকেটারের সবার জন্ম পাকিস্তানে। আলী খান ও শায়ান জাহাঙ্গীর যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তাঁদের কাছে রয়েছে মার্কিন পাসপোর্ট। অন্যদিকে এহসান আদিল ও মোহাম্মদ মোহসিন এখনো পাকিস্তানি পাসপোর্টধারী, যদিও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসের সুবাদে তাঁরা জাতীয় দলে সুযোগ পেয়েছেন।
আলী খান যুক্তরাষ্ট্রের ক্রিকেটের পরিচিত মুখ। জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন ১৫টি ওয়ানডে ও ১৮টি টি–টোয়েন্টি। ওয়ানডেতে তাঁর শিকার ৩৩ উইকেট, টি–টোয়েন্টিতে ১৬টি। সব মিলিয়ে স্বীকৃত টি–টোয়েন্টি ক্রিকেটে তাঁর ম্যাচ সংখ্যা ৯৯, যেখানে উইকেট নিয়েছেন ৯৩টি।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও অভিজ্ঞতা ছডিয়েছেন আলী খান। খেলেছেন আফগানিস্তান প্রিমিয়ার লিগ, বিপিএল, পিএসএল, আইএল টি–টোয়েন্টি ও মেজর লিগ ক্রিকেটে। এক সময় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও মাঠে নামার সুযোগ পাননি তিনি।
প্রসঙ্গত, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ আয়োজক ভারত ছাড়াও পাকিস্তান, নেদারল্যান্ডস ও নামিবিয়া। বিশ্বকাপ শুরুর আগে ভিসা জটিলতা কাটবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিন মুম্বাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র।
ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৬/টিএ
