Connect with us
ক্রিকেট

এনসিএলে প্রথম দিনে সেঞ্চুরি পেলেন চার ব্যাটার

Four batters scored centuries on the opening day of the NCL.
চট্টগ্রামের পক্ষে সেঞ্চুরি করেছেন মাহমুদুল ও ইয়াসির। ছবি- বিসিবি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরের পর্দা উঠেছে আজ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেটা ছিল সেঞ্চুরিময়। প্রথম দিন সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়, আরিফুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি ও মার্শাল আইয়ুব। 

এনসিএলের প্রথম দিন মাঠে গড়িয়েছে চারটি ম্যাচ। প্রথম সবচেয়ে বেশি রানের ম্যাচ ছিল চট্রগ্রাম-রাজশীর ম্যাচটি। এই ম্যাচে সেঞ্চুরিও এসেছে দুটি।

রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে আজ চট্টগ্রামের মুখোমুখি হয়েছে স্বাগতিকরা। আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৪০১ রান সংগ্রহ করে চট্টগ্রাম। দলের পক্ষে সেঞ্চুরি করেন ওপেনার মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক ইয়াসির আলী রাব্বি৷ জয় খেলেন ১২৭ রানের ইনিংস এবং রাব্বির ব্যাটে আসে ১২৯ রান। এছাড়া ৭২ রান করেন ইরফান শুক্কুরের।



জবাবে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রাজশাহী। বড় লক্ষ্যের জবাবে ব্যাটিংয়ে নেমে ১ রান করতেই ২ উইকেট হারিয়েছে তারা। ৮ উইকেট হাতে রেখে এবং ৪০০ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

প্রথম ম্যাচে ঢাকা খেলতে মুখোমুখি হয়েছে রংপুরের বিপক্ষে। সিলেট একাডেমি গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে ২২১ রানে অলআউট হয় ঢাকা। দলের পক্ষে মার্শাল আইয়ুব একাই ১০৫ রান করেন। এছাড়া জিসান আলমের ব্যাট থেকে আসে ৭১ রান। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ২ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে রংপুর। ক্রিজের আব্দুল্লাহ আল মামুন ৩৩ ও নবিন ইসলাম করেন ২১ রান করে অপরাজিত আছেন।

দিনের চতুর্থ সেঞ্চুরিটি এসেছে প্রথমবার এনসিএলে দল পাওয়া ময়মনসিংহ বিভাগের ব্যাটার আরিফুল ইসলাম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করেছে ময়মনসিংহ। দলের পক্ষে সর্বোচ্চ ১০১ রানের ইনিংস খেলেন আরিফুল।

এছাড়া আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা ও বরিশাল। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৯ উইকেটে ৩১২ রান সংগ্রহ করেছে খুলনা। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করে অপরাজিত আছেন শেখ জীবন। এছাড়া জিয়াউর রহমান ৬৯, ইমরানুজ্জামান ৪৩ এবং সৌম্য সরকার ৩৭ রান করেন।

ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট