আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের বাকী আর মাত্র ২০ দিন। বিশ্বকাপ সামনে রেখে ইতোমধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে অধিকাংশ দলই। তবে এখনো পাকিস্তান দল ঘোষণা না করায় হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
হতাশা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ করা এক পোস্টে লতিফ বলেন, ‘টুর্নামেন্ট শুরু হতে মাত্র ২২ (প্রকৃতপক্ষে ২০) দিন বাকি থাকলেও এখনও জাতীয় দলের প্রস্তুতি পুরোপুরি শুরু হয়নি, এমনকি স্কোয়াডও ঘোষণা করা হয়নি।’
বোর্ডের সমালোচনার পাশাপাশি নিজের পছন্দের স্কোয়াডও ঘোষণা করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তার মতে এ সময়ে এসে দল ঘোষিত হওয়া এবং প্রস্তুতি কার্যক্রম পুরোদমে চলার কথা ছিল।
গত ৩ জানুয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে প্রাথমিক স্কোয়াড জমা দেয়। স্কোয়াড চূড়ান্তভাবে জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ জানুয়ারি। এই সময়সীমার আগে দলগুলো তাদের প্রাথমিক স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। তবে শেষ তারিখ পার হওয়ার পর যেকোনো পরিবর্তনের জন্য আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের অস্থায়ী স্কোয়াডের পাশাপাশি রিজার্ভ খেলোয়াড়দের তালিকাও জমা দিয়েছে। স্কোয়াড চূড়ান্ত করার আগে প্রধান কোচ মাইক হেসন ও অধিনায়ক সালমান আলী আগা নির্বাচকদের সঙ্গে শেষ দফার আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
গুঞ্জন রয়েছে তারুণ্য ও অভিজ্ঞতাকে সমান গুরুত্ব দিয়ে ভারসাম্যপূর্ন দল ঘোষণা করবে পাকিস্তান। সেক্ষেত্রে ব্যাটিং ইউনিটে দেখা যেতে পারে বাবর আজম, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব ও ফখর জামানকে।
বোলিং ইউনিটে দেখা যেতে পারে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, সালমান মির্জা, খাজা নাফায় ও আবরার আহমেদকে। অলরাউন্ডার হিসেবে দেখা যেতে পারে শাদাব খান, ফাহিম আশরাফ ও মোহাম্মদ নওয়াজকে।
৭ ফেব্রুয়ারি কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর অভিযান শুরু করবে পাকিস্তান। ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।
ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৬/এআই
